আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন: A Dictionary of Scientists

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

গতকাল ডয়চে ভেলে-র একটি খবর পড়ে রীতিমতো অবাকই হয়ে গেলাম। "যুগটা বিজ্ঞানের কিন্তু বিজ্ঞানীরা অচেনাই রয়ে গেছেন" এই শিরোনামে ডয়চে ভেলে লিখেছে ...রয়্যাল সোসাইটির লোরনা কাসেলটনের মুখ গম্ভীর৷ তাঁর সামনে পড়ে রয়েছে আইসিএম রিপোর্ট৷ যে রিপোর্ট সাফ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ১৮ থেকে ২৪ বছরের তরুণ প্রজন্মের একজনও বলতে পারে নি অন্তত একটা নামজাদা মহিলা বৈজ্ঞানিকের নাম৷ এই তরুণ প্রজন্মের একাংশ আবার অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনে হাঁ করে চেয়ে থেকেছে৷ তারা অতএব জানেই না, কে ছিলেন আইনস্টাইন৷ বিজ্ঞানে তাঁর কত অসামান্য অবদান৷... ‘যুগটা বিজ্ঞানের বটে তবে বিজ্ঞানের জন্য সময়টা মোটেই ভালো নয়৷' রিপোর্টটাকে ‘মন খারাপ করে দেওয়া ' বলে মন্তব্য করে বলছিলেন লোরনা৷ কারণ, ওই সমীক্ষা ব্রিটিশদের মধ্যেও নেওয়া হয়েছে৷ সাধারণ নাগরিকদের তিনভাগের মধ্যে দুইভাগের দশাও বেশ খারাপ৷ তাঁদের কেউই বলতে পারেন নি একজন নামজাদা মহিলা বৈজ্ঞানিকের নাম৷ খবরের সূত্র: ভাবলাম কেন এমন হল, হচ্ছে। কেন নতুন প্রজন্ম বিজ্ঞানীদের সম্বন্ধে জানে না। ভাবতে ভাবতে বিশ্বের তাবৎ বিজ্ঞানীদের জীবনীর ওপর পেয়ে গেলাম চমৎকার একটি বই। ...তারপর ভাবলাম বাংলার তরুণ প্রজন্মের জন্য ব্লগে শেয়ার করি। A Dictionary of Scientists বইটির ডাউনলোড লিঙ্ক http://www.mediafire.com/?e3qj4osbjqcc8vj

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।