আমাদের কথা খুঁজে নিন

   

রাত বাজে ১টা !

মিনুর লেখালেখি

রাত বাজে ১টা। সারাদিন কর্মব্যস্ততার পরে বিছানায় সবে শরীরটা এলিয়ে দিয়েছি এমন সময় তিনি হঠাৎ করেই চলে গেলেন। তিনি চলে গেছেন সেও প্রায় মিনিট দশেক হবে। অর্থাৎ ১২ টা ৫০ এ গিয়েছেন, কাজেই ১টা ৫০ এর আগে ফেরার কোনো সম্ভাবনা নেই (যদি না অর্ধেক পথ গিয়ে ফিরে না আসেন)। এভাবে তিনি চলে গেলে তো আর শান্তিতে ঘুমানো যায় না।

কাল ছুটির দিন সকালটা ঘুমিয়ে কাটানোর সুযোগ থাকলেও সারাদিন তো অনেক কাজ পড়ে রয়েছে। অথচ তিনি অবিবেচকের মতো চলে গেলেন! আরো মিনিট ১৫ কাটলো। না তিনি মনে হয় সত্যিই চলে গিয়েছেন। অসহ্য গরমে ঘুম আসে না। কানের কাছে মশাগুলো গান শুনিয়ে যাচ্ছে।

মশারী খাটালাম কিন্তু মশা ঢুকে পড়েছে কয়েকটা। এখন মশার গান শোনা ছাড়া কোনো উপায় নেই। মশারা ইদানিং কামড়ানোর চেয়ে গান শোনানো শুরু করেছে বেশি! অপেক্ষা অপেক্ষা অপেক্ষা! আর কতক্ষন অপেক্ষা করবো? তিনি সত্যিই চলে গেলেন? আজ রাতে কি ফিরবেন? কিভাবে সম্ভব? ডিজিটাল বাংলাদেশে এভাবে ইলেকট্রিসিটির চলে যাওয়া তো মেনে নেয়া যায় না। আর কতক্ষণ? ১টা ৫০ কখন বাজবে? ততক্ষণ কি ল্যাপটপ নামক ডিজিটাল যন্ত্রটার চার্জ থাকবে? আজও কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।