আমাদের কথা খুঁজে নিন

   

সিম্পোনী এক্সপ্লোরার W35 হেল্প। Cache Supported বড় গেম বা এমুলেটর গেম গুলো কি কেউ খেলতে পারছেন ?

সখের বশে কমের মধ্যে সেটটি কিনলেও এখন পর্যন্ত বড় সাইজের কোন গেমই খেলতে না পারায় আমি হতাশ। কয়েকবার ট্রাই করেও লাভ হয়নি। যে গেমই ডাউনলোড করি,সেটার ক্যাশ ফাইল যেখানে রাখার কথা রাখলেও গেম ওপেন করলে কয়াশ ডাউনলোড করতে বলে। আর আমার পিছিতে ওয়াইফাই রাউটার না থাকায় ওভাবে নামাতে পারিনা।
ঠিক এমুলেটর গেমেরও একই অবস্থা !!
আপনারা যারা ইতিমধ্যে মোবাইলটি কিনেছেন তারা কি কোন বড় গেম বা এমুলেটর দিয়ে গেম চালিয়ে খেলতে পেরেছেন ? পেরে থাকলে একটু জানাবেন।

হয়ত এই সেটে এই দুটো ফাংশন নাই অথবা আমার কোথাও ভূল হচ্ছে। যদি কেউ পারে থাকেন প্লিজ আপনার ফোন নাম্বার টা দিয়েন কাইন্ডলি। আর যদি পাবলিকলি দিতে না চান তাহলে ভাই আমকে ই-মেইল করে পাঠিয়ে দিন। abdullah.ether@gmail.com
ধন্যবাদ। আপনাদের কমেন্টের আশায় থাকলাম।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।