আমাদের কথা খুঁজে নিন

   

মাসব্যাপি ধর্মপালন-সারাবছর হলে কতইনা ভাল হতো!!

শিক্ষা যেখানে অসম্পূর্ণ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে অসম্ভব।

১. ৯.৩০ থেকে ৪ টা পর্যন্ত অফিসঃ কার ইচ্ছে করে সন্ধ্যা ৭-৮-৯টা পর্যন্ত অফিস করতে? রোজার মাস ছাড়া ৮-৯টার আগে অফিস থেকে বেরুতে পারতাম না। এখন ৪টা বাজলেই অফিস গুটিয়ে বেরিয়ে পরতে পারি। সন্ধ্যে বেলা একটু হাটাহাটিও করতে পারি। ভুড়িটা বাড়তে শুরু করেছিল, হাটাহাটির ফলে একটু কমা শুরু করেছে।

২. সারাবছর বিদ্যালয় ছুটি ঘোষণা: ইহার চেয়ে শিশুদের আনন্দের আর কী আছে? ছোটবেলায় রোজার মাসে মামা-খালা বাড়ি বেড়াতে যেতাম। সারাবছর রোজা থাকলে শিশুরা সবসময়ই বেড়িয়ে কাটাতে পারত। ৩. যখন তখন বসের ফোন নেই। তিনি সারাদিন রোজা রেখে ক্লান্ত থাকেন। আমাদের খবরদারিতে মন থাকে না।

হুটহাট চলেও আসেন না। এমনকি আসতে বললেও আসছেন না। বলছেন রোজার পরে আসবেন। সারাবছর রোজা থাকলে তিনি কোনদিনই ভিজিটে আসতেন না। আপনাদের আইডিয়াগুলো শেয়ার করেন এর সাথে।

এদিকে দেশের শিক্ষা ও অর্থনীতির বারোটা বাজতো। তাতে কী? আমরা সারাবছর ধর্মপালন করে বেহেশতে যেতাম। পার্থিব ভাল-মন্দে কী এসে যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।