আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষোভনামা অগাষ্ট ২৯, রবিবার, ২০১০ ইং ভাদ্র ১৪ ১৪১৭ বাং

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/

একবছর আগে একান্তই ব্যক্তিগত এবং ব্লগের বাইরের একটা ঘটনাকে কেন্দ্র করে প্রিয় ব্লগারদের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি এবং তাদের বিচারক সাজবার একপাক্ষিক মানসিকতা দেখে কিছুদিন ব্লগেই আসা হয়নি। বিচারক সাজতে আসা মানুষগুলো ভুলে গিয়েছিলেন, বিচারক সাজতে হলে দুই পক্ষেরই কথাটা শুনে তবেই সিদ্ধান্ত নিতে হয়। সেই সময়টা মুভি দেখে আর বই পড়ে নেহাত মন্দ কাটেনি। তবে মাস দু'তিন পরেই আবার ব্লগে আসা শুরু করেছিলাম, লেখক আর নয়, পাঠক হিসাবে। তাই ছিলাম, কিছু দিন আগে আবার ব্লগে এসে কিছু পোষ্ট দেওয়া শুরু করেছিলাম।

তবে অবাক হয়ে দেখছিলাম, কিছু মানুষের কারন ছাড়াই আক্রমন। ব্লগার যারা বন্ধু হিসাবে ছিলেন, পরিবারের একজনের মতই যাদের জানতাম, তারা কেনো যেনো বদলে যেতে শুরু করলেন। কেউ কেউ অন্য ব্লগে ভিন্ন নিকে আমাকে নিয়ে এমন কিছু করলেন যেটা শোভনীয়তার বাইরে, কেউ বা সেই পুরোনো ক্ষত আবার নিজ দায়িত্বে এবং নিজ খরচে পরিচিত ব্লগারদের ফোন করে আমার নোংরা চারিত্র সম্পর্কে অবগত করার কাজে উৎসাহী হয়ে পড়লেন। এসব ঘটতেই পারে, এসব নিয়ে ভাবতাম না। সেদিন বোন বলে জানি এমন একজন নারী ব্লগারের বাবা মারা যাবার খবরটা শেয়ার করেছিলাম ব্লগে, সেখানে সেই বোনটার ব্লগস্পট ঠিকানা দিয়েছিলাম, কারন সে এখন আর সামুতে রেগুলার না, নিজের ব্লগস্পটেই লেখেন।

অবাক ঘটনা হলো, সেই পোষ্ট দেবার কয়েক ঘন্টা পরে সেখানে গিয়ে প্রতিটা পোষ্টে কেউ একজন তার সদ্যমৃত বাবাকে নিয়ে এবং আমাকে নিয়ে প্রচন্ড নোংরা ইঙ্গিতপূর্ন কমেন্ট করে এসেছেন। সেদিন চতুর্মাত্রিকের আড্ডাতে গিয়েছিলাম, সেই ছবি ফেসবুক অনুমতি ছাড়াই থেকে এনে কেউ একজন ব্লগে পোষ্ট করেছিল, অথচ ব্লগে আমি রেগুলার না, আর সেই পোষ্টকারী ব্লগারের সাথে আমার কোন বন্ধুত্বপূর্ন সম্পর্ক আছে বলে মনে পড়ে না। এটাকে চূড়ান্ত অভদ্রতা এবং নূন্যতম কমনসেন্স এর অভাব ধরে নিয়েছি। আরো একজন ব্লগার গবেষনা করে ব্লগের কিছু নিক আমার বলে দাবি করে পোষ্ট দিলেন। অবাক লাগছে, আমাকে কি ভয় পাচ্ছেন? কেন? দুদিন আগে আমার অনেক প্রিয় এক প্রিয় ব্লগার, যিনি প্রায় একবছর ব্লগে নেই, অন্য ব্লগে আছেন নিয়মিত, আমাকে মেইল করে ধমকি দিলেন।

প্রথমে ভেবেছিলাম উনার ব্লগ আইডির কাছাকাছি কেউ মেইল ক্রিয়েট করে কাজটা করেছে। তাই সেই ব্লগে তার পাতায় নিজের ইমেইল দিয়ে এসেছিলাম অনুগ্রহ করে যোগাযোগ করতে, তিনি কমেন্টের জবাব দিচ্ছেন না, তবে নতুন লেখা দিচ্ছেন, তবে কি তার নিরবতায় ধরে নেব কাজটা তারই? ঠিক কি কারনে আমাকে তারা শত্রু ভাবছেন বুঝতে পারছি না একদম। তবে এটুকু বুঝছি, কোথাও একটা খুব বড় ধরনের ভুল বোঝাবুঝি চলছে, আর জিদ করে চোখ বন্ধ করে বসে থাকলে, আমার বিরুদ্ধে আমারই অজানা অভিযোগ আমাকে না জানালে সমাধানের কোন পথ দেখি না। যেই ব্লগার আমার ছবি ব্লগে দিয়েছিলেন, তার জন্য আমার একটা ছবি দিলাম, সাথে ইমেইল ও দিয়ে দিলাম, কারো যদি গালি, উপদেশ ইত্যাদি দিতে ইচ্ছা করে দিতে পারেন, রাতমজুর মাইন্ড করবে না। অযথা দলাদলির থেকে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়াটা অনেক ভাল।

আমার আমি: ইমেইল : samuএটraatmojur.com ফোন নম্বর : মেইল করে প্রয়োজন জানালে দেব। এসবের প্রতিবাদে আজ থেকে নিয়মিত হচ্ছি ব্লগে। এসব একান্তই আমার ব্যক্তিগত ক্ষোভনামা, অসংখ বানান ভুলে ভরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.