আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দোবদ্ধ বাংলা কোরআন, পর্ব-৩১.১.০২ (সূরা মুলক‌)



পর্ব: ৩১.১.০২ (আয়াত ৮-১৪) সূরা: মুলক অর্থ: জগত, জগতের উপর কর্তৃত্ব (সার্বভৌম কতৃত্ব) সূরার ক্রম: ৬৭ পারা: ২৯ অবতীর্ণ: মক্কা সর্বমোট আয়াত : ৩০ রুকু: ২ শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি পরম করুণাময় দয়ালু তিনি। রুকু-১ জাহান্নাম ক্রোধে যাবে উন্মাদ হয়ে নিক্ষেপ করা হলে কোনো দল লয়ে, জিজ্ঞাসিবে দোজখের প্রহরী তোমাদের যায়নি কি সতর্ককারী কেহ তোমাদের?..............৮ অবশ্যই বলিবে তখন এসেছিল তারা মিথ্যেবাদী বলেছি তাদেরে মোরা, আল্লার কিছু নাই নাজিল করা তোমরাই পড়ে আছ ভ্রান্তিতে ভরা। .....................৯ বলিবে শুনিতাম যদি তাদের কথা অথবা বিবেক নিজের খাটাতাম তথা, তাহলে এখন মোরা দোজখের ভিতরে এভাবে থাকিতাম না আযাবে পড়ে। ....................১০ তারপর নিজেদের অপরাধ যার একে একে করিবে তাহারা স্বীকার, দোযখবাসীর উপর লানত সবার। ......................১১ না দেখিয়া রবকে যারা করে ভয় ক্ষমা আর পুরস্কার তাহাদের রয়।

.......................১২ কথা বল গোপনে বা উচ্চস্বরে সন কিছু রয়ে যায় তাঁর গোচরে। .........................১৩ জানিবেন নাকি তিনি সৃষ্টি যাহার? সূক্ষদর্শী যিনি সব জানা তাঁর। । ...........................১৪ ==================(রুকু-১ সমাপ্ত)================ ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। কুরআন শরীফ সর্বপ্রথম বাংলা তর্জমা করেন ড. গিরীশচন্দ্র সেন।

২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন। ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না। আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে: 1. Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.