আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির ণূহে ছিলাম,ছিলাম ঘূর্ণিপাকে



আজ আমরা বৃষ্টিকে খুন করবো বলে মন খুলে দেখেছি জলের ডানায় একটা পদ্যের মুসাবিদা করেছি,গুনগুন করেছি অসংখ্য । সে যে কী ভীষণ বর্ষার জল সাহেবরামপুর গ্রাম থেকে আমাদের সবার গ্রামে ছড়াল খুলনাগামী পাটের নৌকায় ও প্লাবনে পার্বণে অপুর পথের পাচালীতে । জলের মনিমায়ায় সুবাস বন্ধন আমাকে অনুগ্রহ করেছিল আহা সাহসী প্রেম যদি ভিজে যেত মিলনে,হৃদয়েষু সূর্য বিহীন গ্রহণে, দেখো,আমাদের মাতাল পুকুরঘাটে আজ বৃষ্টিটা খুন হবে । মিহি ছাঁট তোমার তামাটে করতলে দেব,বাহুমূলে আর ঘুমন্ত দ্রাঘিমার নাক ফুলে ও প্রপাত,মাতাল প্রপাত থেকে যাও আজ আমাদের বাড়ি । আজ সন্ধ্যায় শবে বরাতের রুটি দেব তারপরও বলো কি করে হারাবে অন্তনীল ! আরো এসে মিশে যাও কাননের বিভা,রুমুরুমু বর্ষা । ও আমার মন্দির মসজিদের বাইরে থাকা সটান ভ্রুকুটি নির্মোহ থৈ থৈ বেপথু মেঘের সরণী খুন যদি না হতে চাও যাতনা দিও না প্রবল অনাগ্রহে । যদি রাজনীতির কোরাস এসে থেমেও যায় যদি বাণে ভেসে যায় তারাদের কক্ষ পথ ও রাষ্ট্রপতি থামান তার অভিযান তবু তুমি খুন হবে আগে ভাগে বলে দিলাম । রচনা : অগাস্ট ২৭,২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।