আমাদের কথা খুঁজে নিন

   

'ইসলামী' ব্যাংক ও জামায়াতে 'ইসলামী' -- এই দুইটা প্রতিষ্ঠান থেকে 'ইসলামী' শব্দটা কেড়ে নেওয়া হোক।

"ভাই বড়ই বিপদে আছি, ব্যাংক আমারে পাগল কইরা দিলো" - - কেনো কি হইছে ? ভেজালডা কি? "১৭ লাখ টাকা লোণ নিছিলাম ভাই, ইসলামী ব্যাংক থেকে, চিংড়ীর চাষ করি, কিন্তু গতমাসে জোয়ারে বাধ ভাইঙ্গা পুরা ঘের ভাইসা গেছে, একেবারে পথে নাইমা গেছি" - - তো প্রবলেম কোথায় - ইসলামে লাভ হইলে লাভ নিবে লস হইলে লস - ওদের আমানতের টাকার রিটার্নও তো ভেরি করে তাঁদের ব্যাংকের ব্যাবসার লাভের ওপর, তাইলে আপনার লসের ভাগীদার তাদেরও হওয়ার কথা, সমস্যা হওয়ার তো কথা না "না ভাই, ওরা লস নিতে রাজী না" - - লস নিবে না তো ক্যামনে ইসলামী ব্যাংক হইলো তারা ? "ওইডা আর ক্যামনে বলবো, ওদের বিশাল জুরি বোর্ড আছে, আমিতো তেমন ডিটেল জানি না" - - হুম আমারও তো জ্ঞান সীমিত, ইসলাম একটা বৃহৎ ব্যাপার, ব্যাখ্যার চেয়ে অপবেক্ষায় বেশী হয় এখন - যে যার মতো ইউজ করতে চায় ! . . . - এতোটুকু বুঝি ওরা বিজনেস করে, দেশের সবচেয়ে প্রফিটেবল ব্যাংকের মধ্যে অন্যতম, জামাতে ইসলামের ছোট ভাই - দুই ভাইয়ে চুটিয়ে কারবার করে যাচ্ছে। পথে-রাজপথে, অনলাইন-অফলাইনে ওদের কব্জা করা কঠিনতম হয়ে যাচ্ছে দিনকে দিন - সহজ একটা প্রেস্ক্রিপসান মাথায় ঘুরঘুর করে প্রায়ই - 'ইসলামী' ব্যাংক ও জামায়াতে 'ইসলামী' -- এই দুইটা প্রতিষ্ঠান থেকে 'ইসলামী' শব্দটা কেড়ে নেওয়া হোক। যারা ব্যাবসা করতে চায় তাঁরা ব্যাবসাই করুক - ধর্ম ধারন করার দরকার নাই - দেখি না কি হয় - ইমোশনাল ব্ল্যাকমেলিঙ্গে ­র একটা সুরাহা হওয়া দরকার। ধান্দাবাজির শিকড়ে হইতো ঘুন লাগলেও লাগতে পারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.