আমাদের কথা খুঁজে নিন

   

জলকন্যাঃডেনমার্কে পর্যটকদের প্রধান আকর্ষণ।



ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ল্যাংগলিনি নামক স্হানে সমু্দ্রতীরে একটি পাথরের উপর প্রায় ১০০ বছর যাবৎ বসে আছে জলকন্যা যা ডেনমা্র্কে আগত পর্যটকদের প্রধান আকর্ষণ। ১৯১৩ সনে বিখ্যাত বিয়ার কার্লসবার্গ এর কর্ণধার এই জলকন্যা মূর্তিটি কোপেনহেগেন নগর কর্তৃপক্ষকে উপহার দেন। ১৯০৯ সনে তিনি অ্যালেন প্রাইসের একক ব্যালে নৃত্য "The Little Mermaid" দেখে অ্যালেন প্রাইসকে মূর্তির মডেল হওয়ার প্রস্হাব দেন কিন্তূ তিনি নগ্ন মডেল হতে অস্বীকৃতি জানান। পরে মূর্তিশিল্পী এডওয়ার্ড এরিকসেনের স্ত্রী মডেল হতে এগিয়ে আসেন। প্রতি বছর ২৩ আগষ্ঠ জলকন্যার জন্মদিন ঘটা করে পালিত হয়।

প্রকৃতপক্ষে জলকন্যার চরিএটি এসেছে ডেনমার্কের গল্পকার ও কবি হ্যানস সি অ্যান্ডারসেনের একটি রূপকথা হতে। রূপকথার মতে জাহাজ দূর্ঘটনায় কবলিত এক রাজপূত্রকে রক্ষা করেন এবং তার প্রেমে পতিত হন। রাজপূত্রকে পেতে সে তার বাক ও লেজ বিসর্জন দেন যদিও সে রাজপূত্রকে পেতে ব্যর্থ হন। রূপকথা মতে জলকন্যা সমু্দ্রের জলরাশির পানে বিষাদ নয়নে তাকিয়ে তার ফেলে আসা অতীত নিয়ে ভাবছে। অনেকের মতে তার আরেক বোন Pania of the Reef আছে নিউজিল্যান্ডের নেপিয়ার সমুদ্র সৈকতে।

এই গ্রীষ্মে ডেনমার্কে আগত পর্যটকদের জন্য দুসংবাদ এই যে জলকন্যা এ বছর ১ মে হতে ৩১ অক্টোবর পর্যন্ত সাংহাই এ প্রদর্শনীতে থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।