আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের যতো বোতলজাত দামী পানি

বাঙালিত্ব

বিশুদ্ধ খাবার পানির জন্যও গুনতে হতে পারে অনেক অর্থই। কিন্তু সেই পানির বিশুদ্ধতা বা পানির বিশেষত্ব গুনই একে করে তুলতে পারে অসম্ভব দুর্মূল্য। এমনকি স্রেফ এক বোতল বিশুদ্ধ পানির দামই হতে পারে ৬৫ ডলার পর্যন্ত। খবর ইয়াহু অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সব্বোর্চ মূল্যেও বোতলজাত এসব বিশুদ্ধ পানির মধ্যে আছে ক্লাউড জুস, বার্গ, ১০ হাজার বিসি এবং ফিনে।

ক্লাউড জুস ক্লাউড জুসের একটি বোতলে নাকি ৯ হাজার ৭৫০ ফোঁটা বৃষ্টির পানি ধরে রাখা আছে। এ পানির স্বাদ খানিকটা পনিরের মতো! পানি বিক্রেতা কোম্পানিটির দাবি, বোতলে রাখা এই পানি সরাসরি বৃষ্টির পানি রূপেই সংগ্রহ করা, এই বৃষ্টির ফোটা ভূপৃষ্ঠ স্পর্শ করেনি। পানি সংগ্রহের স্থানটি হচ্ছে- অস্ট্রেলিয়ার কিং আইল্যান্ড। কোম্পানির দাবি- ক্লাউড জুসের এই পানিই পৃথিবীর সবচে’ পরিস্কার বৃষ্টির পানি। এই পানি পান করতে চাইলে আপনাকে বোতল প্রতি গুনতে হবে ১১.৩৬ ডলার।

বার্গ বার্গ ব্র্যাণ্ডের এই পানি নাকি প্রাচীন কানাডিয়ান এক আইসবার্গের পানি। বার্গের এই পানিকে ধরা হয় পৃথিবীর দ্বিতীয় সেরা বোতলজাত পানি হিসেবে। আপনাকে এই পানি পান করতে গুনতে হবে ১১.৬৭ ডলার। ১০ হাজার বিসি ১০ হাজার বিসি নামের এই পানির উৎস হচ্ছে কানাডার কোস্টাল গ্লেইসার মাউন্টেইনে। এ এলাকাটি ভ্যাংকুভারের ২০০ মাইল উত্তরে অবস্থিত।

এর পানি সংগ্রহে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। সমুদ্রে জাহাজের সময়ে মোট ৩ দিন লাগে এর পানির উৎসে পৌঁছাতে। ১০ হাজার বিসির এক বোতল পানি পেতে হলে আপনাকে খরচ করতে হবে সাড়ে ১২ ডলার । ফিনে বিশ্বের বিশুদ্ধ বোতলজাত পানির অন্যতম প্রস্তুতকারক জাপান। এই বোতলজাত পানির উৎস জাপানের পারিবারিক এক কোম্পানির একটি এক্যুইফারে।

এক্যুইফার হচ্ছে- মাটির গভীরে পানির নির্দিষ্ট একটি স্তর। কোম্পানির দাবি ‘ফিনে’ পানি জাপানের সেরা মিনারেল ওয়াটার। ‘ফিনে’ এর এক বোতল পানির দাম ২০ ডলার!বিশুদ্ধ খাবার পানির জন্যও গুনতে হতে পারে অনেক অর্থই। কিন্তু সেই পানির বিশুদ্ধতা বা পানির বিশেষত্ব গুনই একে করে তুলতে পারে অসম্ভব দুর্মূল্য। এমনকি স্রেফ এক বোতল বিশুদ্ধ পানির দামই হতে পারে ৬৫ ডলার পর্যন্ত।

খবর ইয়াহু অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সব্বোর্চ মূল্যেও বোতলজাত এসব বিশুদ্ধ পানির মধ্যে আছে ক্লাউড জুস, বার্গ, ১০ হাজার বিসি এবং ফিনে। ক্লাউড জুস ক্লাউড জুসের একটি বোতলে নাকি ৯ হাজার ৭৫০ ফোঁটা বৃষ্টির পানি ধরে রাখা আছে। এ পানির স্বাদ খানিকটা পনিরের মতো! পানি বিক্রেতা কোম্পানিটির দাবি, বোতলে রাখা এই পানি সরাসরি বৃষ্টির পানি রূপেই সংগ্রহ করা, এই বৃষ্টির ফোটা ভূপৃষ্ঠ স্পর্শ করেনি। পানি সংগ্রহের স্থানটি হচ্ছে- অস্ট্রেলিয়ার কিং আইল্যান্ড।

কোম্পানির দাবি- ক্লাউড জুসের এই পানিই পৃথিবীর সবচে’ পরিস্কার বৃষ্টির পানি। এই পানি পান করতে চাইলে আপনাকে বোতল প্রতি গুনতে হবে ১১.৩৬ ডলার। বার্গ বার্গ ব্র্যাণ্ডের এই পানি নাকি প্রাচীন কানাডিয়ান এক আইসবার্গের পানি। বার্গের এই পানিকে ধরা হয় পৃথিবীর দ্বিতীয় সেরা বোতলজাত পানি হিসেবে। আপনাকে এই পানি পান করতে গুনতে হবে ১১.৬৭ ডলার।

১০ হাজার বিসি ১০ হাজার বিসি নামের এই পানির উৎস হচ্ছে কানাডার কোস্টাল গ্লেইসার মাউন্টেইনে। এ এলাকাটি ভ্যাংকুভারের ২০০ মাইল উত্তরে অবস্থিত। এর পানি সংগ্রহে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। সমুদ্রে জাহাজের সময়ে মোট ৩ দিন লাগে এর পানির উৎসে পৌঁছাতে। ১০ হাজার বিসির এক বোতল পানি পেতে হলে আপনাকে খরচ করতে হবে সাড়ে ১২ ডলার ।

ফিনে বিশ্বের বিশুদ্ধ বোতলজাত পানির অন্যতম প্রস্তুতকারক জাপান। এই বোতলজাত পানির উৎস জাপানের পারিবারিক এক কোম্পানির একটি এক্যুইফারে। এক্যুইফার হচ্ছে- মাটির গভীরে পানির নির্দিষ্ট একটি স্তর। কোম্পানির দাবি ‘ফিনে’ পানি জাপানের সেরা মিনারেল ওয়াটার। ‘ফিনে’ এর এক বোতল পানির দাম ২০ ডলার! বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/এইচবি/এইচআর/জুলাই ২০/১০


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.