আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনার আওয়ামীলীগ ও নাস্তিকতার সম্পর্ক



মুসলমান হওয়ার জন্য সাহস লাগে, অনেক মিথ্যা ও খারাপ কাজ পরিহার করে মুসলমান হতে হয়। ইসলাম ধর্ম পৃথিবীর সেরা ধর্ম, তার মানে এই নয় যে যারা মুসলমান তারা অন্য সব ধর্মকে ঘৃণা করে। আল্লাহ পাক হযরত মুহম্মদ (সা এর মাধ্যমে সকল ধর্মকে বাতিল ঘোষনা করেছেন এবং ইসলাম ধর্মকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে নাজিল করেছেন। একমাত্র ইসলাম ধর্মই সকল ধর্মকে মর্যাদা দিয়েছে। আল্লাহর রাসূল (সা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর অমুসলিম সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন আর এটাই সব চাইতে নিরপেক্ষতার প্রমান।

তার মানে এই নয় যে রাসূল (সা ইসলাম ত্যাগ করেছেন বরং এর দ্বারা প্রমান হয় যে মুসলমান মাত্রই সকল ধর্ম বর্ণ সকলের প্রতি ন্যায় বিচার দিতে পারে। যারা এ কথাকে অস্বীকার করে তারা আর যাই হোক মুসলমান হতে পারেনা। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষনা করেন-তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষকে আল্লাহর হুকুমের দিকে ডাকে, কল্যাণমূলক কাজ করে আর বুক ফুলিয়ে ঘোষনা করে আমি মুসলমান। তাহলে যারা ঘোষনা করে আমি ধর্ম নিরপেক্ষ (ধর্মহীন) সে আল্লাহর কথাকে অস্বীকার করল, অর্থাৎ সে মুসলমান নয়। আর অস্বীকার কারীতো নাস্তিক।

বাংলাদেশে নব্বই ভাগ মুসলমান হওয়ার পরেও কিছু অমুসলিমদের এজেন্ট ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার জন্য উঠে পরে লেগেছে। আমার দেশের সরকারী দলের নেতা কর্মীরা এসব কথা বুঝবেন না কারণ তারা কোনদিন মাদ্রাসা বা কোরআন হাদীস পরেন নাই। যারা যতটুকু পরেছিলেন তা ছোটবেলায় মক্তবে যা কিনা স্মৃতির অতলে তলিয়ে গেছে। ইসলাম ধর্মে মদ জুয়া হারাম, দুনীর্তি হারাম, অমুসলিমদের অত্যাচার করা হারাম তাই ওনাদের যত মাথা ব্যথা। আর মানুষ যে ভাবে ইসলাম ধর্মের দিকে ঝুকছে তাতে অপরাধীরা চাদাঁবাজেরা ভয় পাচ্ছে।

আর মানুষ ইসলামী ভাব ধারায় গড়ে উঠলে তারা বিনা বাধায় এসব করতে পারবেনা। আমি মুসলমান বলতে যাদের বুক কাপে তারাই আবার ধর্ম নিয়ে রাজনীতি নিষেধের কথা বলে। অথচ নব্বই ভাগ মুসলমানের সর্মথন পাওয়ার জন্য তারাই ধর্মকে সব চাইতে বেশি ব্যবহার করে। ধর্মের ভুল ব্যখ্যা দেয়া, মনগড়া মতো মতবাদ দেয়া এখন তাদের নিত্য দিনের কাজ। এভাবে চলতে থাকলে তারাই সফল হবে।

নতুন ধর্মের প্রবর্তন! ভাবতে খুব অবাক লাগে তারা চায় চমক দেখাতে। ইসলাম ধর্মকে ডিঙ্গিয়ে ধর্ম নিরপেক্ষতা এ এক নতুন ধর্ম। মূর্খ আবু জেহেল লাহাবেরা মরে গেছে কিন্তু তাদের ওয়ারিশরা আজো রয়ে গেছে। তাদের কাজ হল মানুষকে ভুলিয়ে হোক জোড় করে হোক ইসলাম থেকে সরিয়ে আনা। তাদের মুখ থেকে কখনো আল্লাহর পথে ডাকার কথা শুননিাই।

উল্টো বাধা দিয়েছে। যখন মানুষ কোরআন হাদীসের দিকে ঝুকছে তখন বাধা দিচ্ছে। আর যখন তারা অপরাধে লিপ্ত হয় তখন কেই বাধা দিলে তাদের অত্যাচার করা হচ্ছে। হেরোইন যাদের নেশা, চুরি ছিনতাই যাদের পেশা তারা এর চাইতে আর বেশি কি করতে পারে। আপনারা যে যাই করুন আর যত অত্যাচারই করুন ইসলাম ও মুসলমানদের ঠকাতে পারবেন না।

কথাগুলো বললাম আপনাদের কর্মকান্ড বিবেচনা করে। ইসলামের কোন আইন তো মানেনই না উল্টো একটার পর একটা ইসলাম বিরোধী আইন পাশ হচ্ছে। এর অবশ্য কারণ আছে, আপনারাতো ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সোজা ভাষায় ইসলাম ছাড়া অন্য সকল ধর্মের পক্ষে। এতে আপনারা অমুসলিমদের বাহবা বা সহযোগিতা পেতে পারেন কিন্তু পরকালে আপনাদের কঠিন শাস্তি হবে। সেখান থেকে বাচঁতে পারবেননা।

আপনারা আজ নাস্তিকতার শেষ প্রান্তে পৌছে গেছেন এখন শুধু সবাই মিলে ঘোষনা দেয়ার পালা। আমার এ লেখা পরে অনেক লোক (তাদের) সমালোচনা করবে, গালি দিবে তাদের হীন চরিত্র প্রকাশ করবে, তাতে আমার কোন দু:খ নেই। শুধু ভেবে নিব তারাতো মূর্খ, কোরআন হাদীস জানেনা বুঝেনা। আর যেহেতু নতুন ধর্ম প্রবতর্ণ করতে চাইছে সেহেতু আমার কথাগুলো তাদের খারাপ লাগবেই। তবুও আমি মুসলমান, সত্য বলেই যাবো, সত্য পথে চলেই যাবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.