আমাদের কথা খুঁজে নিন

   

ওবামা-মনমোহন বৈঠক সেপ্টেম্বরে

মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।
বৈরী প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে নমনীয় আচরণের কারণে ভারতে প্রবল সমালোচনার মুখে পড়েন মনমোহন। কাশ্মিরকে কেন্দ্র করে সপ্তাব্যাপী পরমাণু শক্তিধর দেশদুটির মধ্যে উত্তেজনা বিরাজ করে। আর এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ভারতকে চাপ দিচ্ছে।

কারণ আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় প্রতিবেশী দুই ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যকার বিবাদ অঞ্চলটির স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দেখা দেবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আফগানিস্তান নিয়ে আলোচনার জন্য নয়া দিল্লি সফর করেছেন। দেশটিতে পাকিস্তান ও ভারত উভয়েই প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস ওবামা ও মনমোহনের বৈঠকের বিষয়ে ঘোষণা দেন।


বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বেসামরিক পরমাণু প্রকল্প ও বিশুদ্ধ বিদ্যুৎ সহযোগিতা এবং পরিবেশ পরিবর্তনের ব্যাপারে আলোচনা হবে হবে বলে সুসান ও মেননের পক্ষ থেকে জানানো হয়।
২০১০ সালে ভারত সফর করেছিলেন ওবামা। আর মনমোহন হোয়াইট হাউসে গিয়েছিলেন ২০০৯ সালে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।