আমাদের কথা খুঁজে নিন

   

প্যারোলে মুক্তির আবেদন করেছেন সঞ্জয়

প্যারোলে মুক্তির আবেদন করেছেন অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। তিন মাস ধরে পুনের ইয়েরাওয়াড়া কারাগারে সাজা খাটছেন তিনি। কারা কর্তৃপক্ষের অনুমতি পেলে ১৪ দিন জেলের বাইরে থাকার সুযোগ পাবেন এ ‘খলনায়ক’ তারকা।

সম্প্রতি ইয়েরাওয়াড়া কারা কর্তৃপক্ষ বরাবর ১৪ দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছেন সঞ্জয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে সমাজবিচ্ছিন্ন হয়ে না পড়েন, সে লক্ষ্যে তাঁদের সাময়িক ছুটি দেওয়ার বিধান রয়েছে ইয়েরাওয়াড়া কারাগারে।

এ সুযোগকে কাজে লাগিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেছেন সঞ্জয়।

এর আগেও একবার ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন সঞ্জয়। চিকিত্সা নেওয়ার কারণ দেখিয়ে সেই আবেদন করেছিলেন তিনি। এ প্রসঙ্গে কারা কর্মকর্তা যোগেশ দেশাই বলেন, ‘যুক্তিযুক্ত কারণ দেখিয়ে যেকোনো সময়ে প্যারোলে মুক্তির আবেদন করতে পারেন কারাবন্দীরা। চিকিত্সা নেওয়ার কারণ দেখিয়ে ২০ দিন আগে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন সঞ্জয়।

’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।  ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।