আমাদের কথা খুঁজে নিন

   

পুরস্কৃত হচ্ছেন সেই হ্যাকার

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের ফেসবুক পেজ হ্যাক করায় পুরস্কার পাচ্ছেন ফিলিস্তিনের সেই হ্যাকার খলিল শেরাত। তবে এ পুরস্কার ফেসবুক কর্তপক্ষ নয়, দিচ্ছেন বিভিন্ন দেশের হ্যাকাররা। শেরাত জুকারবার্গের পেজ হ্যাক করে সেখানে মন্তব্য পোস্ট করে প্রমান করে দিয়েছেন সাইটটির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। সূত্র: রয়টার্স।

খলিল শেরাত জানান, শুরু থেকে তিনি ফেসবুক কর্তৃপক্ষকে নিরাপত্তা ত্রুটি সম্পর্কে জানানোর চেষ্টা করেছেন।

কিন্তু,একাধিক বার্তা পাঠালেও ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। তাই ফেসবুকের নিরাপত্তা ত্রুটি দেখাতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের পেজটিকেই বেঁছে নেন। তিনি আরও জানান, জুকারবার্গের পেজ হ্যাক করে বার্তা লিখে দেওয়ার পর দ্রুত ফেসবুকের প্রকৌশলীরা তার সঙ্গে যোগাযোগ করে এবং ফেসবুকের এই নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ জানায়। তবে, দুর্ভাগ্য দৃষ্টি আকর্ষণের জন্য তাঁর বেছে নেওয়া পদ্ধতিটি ফেসবুক কর্তৃপক্ষের পছন্দ হয়নি। ফেসবুকের নিরাপত্তা ত্রুটি বের করায় পুরস্কার পাওয়ার বদলে তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

যদিও ফেসবুকের ত্রুটি বের করে দিতে পারলে তাকে পুরস্কৃত করার ঘোষণাটি ফেসবুক কর্তৃপক্ষেরই।

এদিকে ফেসবুকের পক্ষ থেকে খলিলের এ ত্রুটি বের করার বিষয়টি স্বীকৃতি না পেলেও বিশ্বজুড়ে হ্যাকারদের কাছ থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন ফিলিস্তিনের এ হ্যাকার। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিয়ন্ডট্রাস্টের প্রযুক্তি বিশেষজ্ঞ মার্ক মেফারেট পাশে এসে দাড়িয়েছেন খলিলের। পরিচিত হ্যাকারদের থেকে ১০ হাজার মার্কিন ডলার তহবিল সংগ্রহ করে তাকে দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। নিজের পকেট থেকেও দুই হাজার মার্কিন ডলার পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মেফারেট বলেন, ফেসবুকের ত্রুটি বের করতে পারলে তাঁকে কমপক্ষে ৫০০ মার্কিন ডলার পুরস্কৃত করে ফেসবুক। ফিলিস্তিনের কোথাও বসে পাঁচ বছরের পুরোনো ল্যাপটপ ব্যবহার করে খলিল যে ত্রুটি বের করেছেন তার জন্য অবশ্যই তিনি পুরস্কার পাওয়ার যোগ্য। হ্যাকারদের কাছ থেকে ক্ষুদ্র অর্থসাহায্য তাকে আরও অনুপ্রাণিত করবে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.