আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থেঅভিনব পস্থা!

সামু ব্লগ ভালবাসি। নিয়মিত ব্লগ পড়ি।

মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তার জন্য অশ্লীল নৃত্য ও জুয়া ! _____________________________________________________ বগুরার সারিয়াকান্দির চিকাশী ইউনিয়নের জোড়শিমুল বাজারে যাত্রাপালার নামে চলছে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। উপজেলার মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা তহবিল গঠন করতে এ যাত্রা-জুয়ার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী অভিযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যাত্রামঞ্চে প্রদর্শিত হচ্ছে অশ্লীল নৃত্য।

মঞ্চের পাশে তাবু করে জুয়ার বোর্ড, হাউজি ও লটারি খেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। ওই যাত্রামঞ্চের পাশে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। অনেক শিক্ষার্থী অশ্লীল নৃত্য ও জুয়ার নেশায় পড়ে বিপথগামী হচ্ছে। এলাকাবাসী আরো জানান, যাত্রা ও জুয়া বন্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে রোববার রাতে জুয়া ও যাত্রাপালা চলাকালে তাবুর ভিতর একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এ সময় দুই দর্শনার্থী আহত হন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জালাল উদ্দীন এবং যাত্রা ও জুয়া খেলার আয়োজক মাসুদুল হক বাচ্চু বলেন, “মুক্তিযোদ্ধাদের কল্যাণে তহবিল গঠন করতে উচ্চআদালত থেকে অনুমতি নিয়েই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে। সেখানে যাত্রা, জুয়া, হাউজি ও লটারি খেলার অনুমোদন রয়েছে। ” সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) শাহজাহান পাশা বলেন, “মাসুদুল হক বাচ্চুকে অনেক দিন থেকেই যাত্রা ও জুয়া বন্ধ করতে বলা হয়েছে। (সূত্র পরিবর্তন.কম ) খবরটা পড়ে খুবই ব্যথিত হলাম!! মুক্তিযুদ্ধ কে আমরা কোথায় কিভাবে ব্যবহার করছি সবাই!!


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.