আমাদের কথা খুঁজে নিন

   

খাজা'র কালাম



কালাম ১. হোসসাইন রাজা হোসাইন বাদশাহ হোসাইন দ্বিন হোসাইন আশ্রয় মাথা দিয়েছে দেয় নি তো হাত ইয়াজিদের হাতে প্রকৃতপক্ষেই হোসাইন লা-ইলাহার বুনিয়াদ। কালাম ২ বর্ণনা করে আলীর প্রশংসা করা সম্বব নয় যেমন সমুদ্রকে ঘটতে ধারণ করা সম্ভব নয় আমি তাঁর সত্তা সম্পর্কে কিইবা জানতে পারবো কেবল এতটুকু জানি যে, কেউ তার সমকক্ষ নয়। কালাম ৩ পেয়ালায় সাকির চেহারার প্রতিচ্ছবি দেখা গেছে ছিনিয়ে নিয়েছে এশকের শরাবের মস্তানের হুশ ও আরাম। এশকের সাকি আমাকে আদি দিবসে শরাবের স্বাদ আস্বাদন করিয়েছে এতে অনন্তকাল প্রতি নিশ্বাসে আরো মত্ততা বাড়িয়ে তুলেছে। হৃদয়ের আয়না এশকের চিন্তা দিয়ে স্বচ্ছ হয় ঐ হৃদয়ের ্রতি অভিনন্দন যার এশকের শরাব ময়লা বিদূরীত করেছে।

ধারণা করো না যে, স্বচ্ছ শরাব রঙিন হয়েছে সেটা পেয়ালা রঙে রঞ্জিত হয়ে আকাশের লাল রঙ ধারন করেছে। আমার হৃদয়-বাকার ফাঁসিকাষ্ঠে এশক করেছে জানালা যাতে আমার শূন্য প্রসাদে অস্তিত্বের নূর দীপ্তিমান হয়। পর্দার পেছন থেকে দেখায় সে আমি ও আমরা আমি ও আমরা চলে গেছে, সে-ই রয়েছে যখন খুলে নিয়েছে বোরখা। শুরু সে, শেষ সে, প্রকাশ সে, গুপ্ত সে - সবই সে সে ছিলো, সে আছে এবং সে থাকবে। বন্ধুর চেহারার সাথে মুঈন বেপর্দা এশকের খেলা খেলেছে তার আগে 'আমি ও আমরা' এর নাম- নিশানও ছিলো না।

প্রথম পর্ব শেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।