আমাদের কথা খুঁজে নিন

   

মিসরনীতি পর্যালোচনা করলেন বারাকওবামা

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র মিসরের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পর্যালোচনা করতে গত মঙ্গলবার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সবচেয়ে জনবহুল আরব দেশটির চলমান অস্থিতিশীলতার প্রেক্ষাপটে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সঙ্গে প্রেসিডেন্টের ওই বৈঠকে শীর্ষ কূটনৈতিক, প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার বৈঠকে মিসরের প্রতি সহায়তা স্থগিত করা বা এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। মিসরকে বছরে ১৩০ কোটি ডলার সামরিক সহায়তা দেয় ওয়াশিংটন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা মিসরের প্রতি তাঁদের সহায়তা পর্যালোচনার জন্য গতকাল বুধবার বৈঠকে বসেছেন। মিসরের বর্তমান পরিস্থিতিতে ‘কার্যকর ভূমিকা না রাখায়’ দেশে ও দেশের বাইরে বেশ সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে সামরিক অভ্যুত্থান বিষয়ে দেশটির প্রতি অস্পষ্ট ও দ্ব্যর্থক ভূমিকার অভিযোগ উঠেছে। সম্প্রতি মার্কিন সংবাদ ও মতামতভিত্তিক ওয়েবসাইট দ্য ডেইলি বিস্ট বলেছে, মার্কিন প্রশাসন মিসরের প্রতি সহায়তা ‘গোপনে প্রত্যাহার’ করে নিয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.