আমাদের কথা খুঁজে নিন

   

পদত্যাগ করে মামলায় আল-বারাদি

মিসরের সদ্য পদত্যাগী অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ আল বারাদি জাতির সঙ্গে 'বিশ্বাস ভঙ্গ' করেছে- এ অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। মিসরে চলমান সহিংসতা চলাকালে গত ১৪ আগস্ট ভাইস প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন আল বারাদি।

কায়রোর একটি আদালত আগামী ১৯ সেপ্টেম্বর 'বিশ্বাস ভঙ্গ' সংক্রান্ত মামলার বিচারের কার্যদিবস ধার্য করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মিসরের এক আইনের অধ্যাপক সাবেক ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগে এ মামলা করেন।

বাদী দাবি করেন, দোষী সাব্যস্ত হলে আল বারাদির তিন বছর কারাদণ্ড হতে পারে।

অবশ্য মিসরের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আল বারাদির বড় জোর জরিমানা এবং স্থগিত কারাদণ্ড হতে পারে। সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির অন্যতম বিরোধী ছিলেন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত আল বারাদি। মুরসিকে ক্ষমতাচ্যুত করার পেছনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ৩ জুলাই সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি মুরসিকে সরিয়ে দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান তিনি।

আর মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে আন্দোলনরতদের ওপর ১৪ আগস্ট সেনা অভিযানে শত শত লোক নিহত হওয়ার ঘটনার পর পদত্যাগ করেন আল বারাদি।

ইতোমধ্যে দেশও ছেড়েছেন তিনি। এএফপি, বিবিসি।

এদিকে মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পিছনে ইসরায়েলের ভূমিকা রয়েছে। এমন কথা বলেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোগান।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.