আমাদের কথা খুঁজে নিন

   

এদেশে কেউ পদত্যাগ করে না, পদত্যাগ করানো হয়



ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ আনু মোহাম্মদের উপর পুলিশি নির্যাতনের পরিপ্রেক্ষিকে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবী করেছেন। যেন মনে হয় দাবী করলেই ক্ষমতায় থাকা ক্ষমতালোভীরা সুড়সুড় করে তাদের চেয়ার ছেড়ে দেবে। এটা কোন উন্নত বিশ্ব নয় এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও নয় যেখানে জনগণ থেকে দাবী উত্থাপিত হবার আগেই মন্ত্রীরা সসম্মানেই পদত্যাগ করে থাকেন। ক্ষমতার লোভ আমাদের তথাকথিত নেতাদের মধ্যে এত বেশী যে এরা গলাধাক্কা না খাওয়া পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কেননা এরা ভাল করেই জানে এদের নিজেদের যোগ্যতার মাপকাঠি শুধু বেকুব ভোটাররাই জানে না আর জানে না বলেই বারবার একই ভুলেরই পুনরাবৃত্তি করে। কাজ দেখিয়েছে বটে বাঘের বাচ্চা সোহেল তাজ। তাজুদ্দিনকে যেমন করে মন্ত্রীসভায় বঙ্গবন্ধুর রাখা উচিত ছিল, উচিত ছিল তাঁর কথা মনোযোগ দিয়ে শোনা ও সেভাবে ব্যবস্থা নেওয়া, শেখ হাসিনারও উচিত সোহেল তাজের বক্তব্যের প্রতি অবশ্যই মনোযোগী হওয়া। কারণ পা চাটা চামচারা পরিণামে কোন উপকারেই আসে না, এটা কি জীবন দিয়ে বুঝতে হবে হাসিনাকে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.