আমাদের কথা খুঁজে নিন

   

পৌষের সংক্রান্তির রাতে / রহমান হেনরী

বাঙলা কবিতা

কোনও এক পৌষের সংক্রান্তির রাতে... সে গেছে হারিয়ে; নীল জ্যোৎস্নার মাঠে। পৃথিবীর অগোচর, নদীর কিনারে__ মন তার কোন ঢেউ খোঁজে বারে বারে ! সে এখন শৈশবের বিলের গহীন কালো জলে কিছু কথা অস্ফুট বলে, শব্দ তার ধুয়ে যায় স্রোতের কল্লোলে ... অদৃশ্যে ডাহুক নাচে, বাদামী বাদামী দুটি পা'য়_ সে তার আরোগ্য চায়, শৈশবের সরলতা ফিরে পেতে চায়... ভেজা তার চোখের পাতায়, সবুজ ও লাল_ হিজলের পাতা-ফুল মেখে দিলো কত কত বিনম্র সকাল ! আজও সেই স্বপ্ন আঁকা, চোখে-বুকে-হাতে ... ক্লান্ত বড়; হৃদয়ের বাসনা-সংঘাতে, তাকে আর কোথায় দ্যাখেনি কেউ বহু বহুকাল; এক মিথ্যা স্মৃতির কঙ্কাল বুকে নিয়ে, ঝড়ে ও ঝঞ্ঝায় ___ সে গেছে হারিয়ে কোনও জ্যোৎস্নার রাতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।