আমাদের কথা খুঁজে নিন

   

অযতœ অবহেলায় পড়ে আছে জিমনেসিয়াম গড়ে উঠেছে পুলিশের অস্থায়ী ক্যাম্প



অযতœ আর অবহেলার কারনে বেহাল দশা হয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের একমাত্র জিমনেসিয়ামটির। এর মধ্যেও শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা বা শরীর চর্চা করলেও স¤প্রতি এখানে পুলিশের অস্থায়ী ক্যাম্প তৈরী করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কার্যক্রমে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। জানা যায়, গত ১৮ জুলাই রাঙ্গামাটি থেকে আর্মড পুলিশের একটি বিশেষ দল জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের জিমনেসিয়ামে এসে অবস্থান নেয়। ওইদিনই শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. সিফাতুল¬াহ এক বিজ্ঞপ্তিতে জানায়, কর্তৃপক্ষের মৌখিক নিদের্শে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানকালীন সময়ে অদ্য ১৮ জুন থেকে জিমনেসিয়ামে সকল প্রকার খেলাধুলা ও ব্যায়াম অনুশীলন বন্ধ থাকবে।

তবে কতদিন পর সচল হবে বিজ্ঞপ্তিতে তা উলে¬খ করা হয়নি। জিমনেসিয়াম সুত্রে জানা যায়, সকাল ৬টা হতে দুপুর ১২টা ও দুপুর ৩ টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জিমনেসিয়াম খোলা থাকতো। প্রতিদিন গড়ে প্রায় ৫০ জন শির্ক্ষাথী সেখানে নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম অনুশীলন করতো। কিন্তু বর্তমানে এ সকল সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবুকালাম আজাদ প্রশানের এমন সিদ্ধন্তে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জিমনেসিয়াম থেকে পুলিশ প্রত্যাহারের দাবি জানান।

শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. সিফাতুল¬াহ বলেন, উপাচার্য ঈদের পর জিমনেসিয়াম থেকে পুলিশ সরিয়ে নেওয়ার আশ^াস দিয়েছেন। #.................. ২৪ ০৪ ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।