আমাদের কথা খুঁজে নিন

   

ভিজুয়াল দর্শকদের তৃপ্ত করে

বাঙালি দর্শকের নাড়ির গতি ধরে এগিয়ে যাচ্ছে জাজ মাল্টি মিডিয়া। তার প্রমাণ তাদের বিগত দিনের প্রযোজিত চলচ্চিত্রগুলো। এবার ঈদ বিনোদনে তাদের উপহার পিএ কাজল পরিচালিত ভালোবাসা আজকাল। পি এ কাজল তাঁর নিজের কাছে একটা সামাজিক অঙ্গীকারাবদ্ধ। তিনি নানা ধরনের সাক্ষাৎকারে বলেন, ‘আমার মা যা পছন্দ করেন না, আমি তেমন চলচ্চিত্র নির্মাণ করি না।

’ সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাজ মাল্টি মিডিয়া প্রযোজিত ভালোবাসা আজকাল। তরুণ প্রজন্মের ভাব আবেগের বিশুদ্ধ উপকরণে শাকিব খান ও মাহীর প্রথম জুটির চলচ্চিত্র ভালোবাসা আজকাল। সরল গল্পের কেন্দ্রবিন্দু আলীরাজের বড় হওয়ার স্বপ্ন। মাহীকে কিডন্যাপ করে প্রবাসে আত্মগোপন। মাহীর বন্দীজীবন।

স্বপ্নে দেখা বাংলাদেশে ফেরার ব্যাকুলতা। একসময় পালিয়ে প্রবাস থেকে বাংলাদেশে আসা। দুই প্রতারক শাকিব খান ও কাবিলার চক্করে পড়া। পিতা আলীরাজের উৎকণ্ঠা। কন্যা মাহীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা।

অর্থলোভে শাকিব খান ও কাবিলার মাহীকে আলিশান বাড়িতে আটকে রাখা। একসময় মাহীর জিদ রক্ষায় তাঁকে নিয়ে বান্দরবান যাত্রা। পথে নানা সংকট। নানা কৌতুক। এর মাঝে মাহী-শাকিব খানের প্রেমানুরাগ, ভাব বিনিময়।

মন সুতার টানে কাছে আসা। থাকা পাশাপাশি। অবশেষে মাহীর স্বপ্নে দেখা জমিদারবাড়ির সন্ধান লাভ। যে জমিদারবাড়িতে তাঁর শৈশবকাল কেটেছে। যেখানে তার বাবা ছিল, মা ছিল।

যেখান থেকে তাঁকে কিডন্যাপ করে নিয়ে যায় আলীরাজ। স্বপ্নের বাড়িতে প্রবেশের উদ্যোগ। আগেই এই জমিদারবাড়িতে আসা আলীরাজ ও তাঁর পেটোয়া বাহিনীর আগমন, আত্মগোপন। শাকিব খানের ধৃত হওয়া। জেলহাজত।

মাহীকে বন্দী করা। মাহীর পিতা-মাতার কাছ থেকে সম্পত্তি দখলের নাটক। পুলিশি চালান দৃশ্য থেকে শাকিবের পালিয়ে বাঁচা। প্রতিশোধ শক্তি বলে যথাসময়ে শাকিব খানের আগমন। দুষ্ট শক্তির বিনাশ।

শাকিব খান ও মাহীর মধুর মিলন। এই ছিল ভালোবাসা আজকাল চলচ্চিত্রের গল্পকাঠামো।  চলচ্চিত্রের উপাদান, কলাকৌশল, যার আঙ্গিক নিত্য পরিবর্তনের মধ্যেই ধাবিত হয়; সেখানে এই গল্প বর্ণনায় দর্শক নতুন কী দেখল? পরিচালক নায়ক ও নায়িকার অবসন্ন মুহূর্তে স্বপ্নময় দৃশ্যের পরিবেশ আনতে পেরেছেন। আপাত ঘনরাত। বাঁশের সেতু।

সরু জলের খাল। জলাকাশে জোনাক পোকার ঝিকিমিকি। যা সত্যিই চলচ্চিত্রের পর্দায় একটা বিমূর্ত ভাবের জন্ম দেয়। চমৎকার আবেগ সৃষ্টি করে। এমনতর জোনাকপোকার আলো পর্দায় তুলতে কালো পর্দার সামনে টর্চের আলো নিয়ে অনেক পরিচালককে লম্ফঝম্ফ করতে হয়েছিল একসময়।

এ ছাড়া বাঁশঝাড়ে বৃষ্টি, মানকচুর পাতাকে নায়িকার জন্য ছাতা বানিয়ে দেওয়া অবশ্যই দৃশ্য ডিটেলসের উদাহরণ। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।