আমাদের কথা খুঁজে নিন

   

আল-কোরানের বাংলা অনুবাদ, তবে গতানুগতিক গদ্যে নয়; ছন্দে!! পর্ব-২৩, (সূরা-বুরুজ)



পর্ব: ২৩ সূরা: বুরুজ অর্থ: (নক্ষত্রপুন্জ, galaxy, not a single star ) সূরার ক্রম: ৮৫ পারা: ৩০ অবতীর্ণ: মক্কা আয়াত সংখ্যা: ২২ রুকু: ১ শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি পরম করুণাময় দয়ালু তিনি। কসম ওই রাশিভরা আকাশের রয় প্রতিশ্রুত দিবসেও যাহা হবে নিশ্চয়, সেই দিবস- যে আর যাতে উপস্থিত হয়। ধ্বংস হয়েছে সেই গোনাহ্‌গার গণ অগ্নিকুন্ডের যারা হবে ইন্ধন, তার পাশে বসেছিল তাহারা যখন মুমিনের প্রতি দেখে যত নির্যাতন। কষ্ট দিয়েছে যাদের এই কারণে ঈমান রাখিত মুমিন আল্লা স্মরণে। আসমান ও জমিন সবই তাঁর অনুগত সব কিছু জানেন তিনি বস্তু যতো।

মুমিন নর-নারী যাদের কষ্ট দিয়াছে তওবাও করেনি তারা বিধাতার কাছে, জাহান্নামের আযাব রহে তাহাদের তরে দহনের যন্ত্রণা হবে বিশেষ করে। ............................(১০) সৎ কাজ করে যারা আনিয়া ঈমান তাদের জন্য আছে সেই সব বাগান, তলদেশ দিয়া যেথা ঝরণা ঝরে এইটাই আনিল তার সাফল্য ভরে। পাকড়াও বড়ই কঠিন প্রভুর তোমার প্রথম সৃষ্টিও সকল রয়েছে যে তাঁর, জীবিতও করিবেন সব তিনিই আবার। পরম ক্ষমাশীল তিনি প্রেমময় অতি উচ্চ মহানও আরশের যিনি অধিপতি। কিছু তিনি করেন যদি ইচ্ছা যাহা করিয়া থাকেন তিনি সবকিছু তাহা।

তোমার কি জানা আছে সেই কাহিনী, ফেরাউন ও সামুদের সেনাবাহিনী? কাফের বরং যারা মিথ্যারোপ করে রয়েছেন আল্লা তাদের পিছনে ধরে। বস্তুত কোরআন মহা সম্মানিত, লওহে মাহফুজে আছে যাহা রক্ষিত। । ......................(২২) এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।

ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না। পূর্ববর্তী পোস্ট: View this link আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে: 1. Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।