আমাদের কথা খুঁজে নিন

   

ফুলগাজী থানা ভবন থেকে চোরাই রড উদ্ধার

mamun.press@gmail.com

ফেনীর ফুলগাজী থানার নির্মাণাধীন ভবন থেকে পুলিশ শুক্রবার ভোরে প্রায় ২০ লাখ টাকা দামের চোরাই রড উদ্ধার করেছে। উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য একরামুল হক একরাম ওই ভবনের ঠিকাদার। পুলিশ ও ক্ষতিগ্রস্থ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট রাতে চট্টগ্রাম বিএসআরএম থেকে ৩৫ টন রড লরী যোগে ঢাকা নেয়ার পথে ছিনতাই হয়। ফেনীর অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অদূরে ফাজিলপুর নামক স্থানে লরীটির চাকা ফেটে গেলে ছিনতাই কারীদের কবলে পড়ে। এব্যপারে শাহ আমানত ট্রান্সপোর্টের ম্যানেজার আবুল কাশেম ফেনী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তল াশী চালিয়ে ফুলগাজীর নির্মানাধীন থানা ভবন থেকে ওই রড উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনীর গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোঃ সেলিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে চোরাই রড উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লরির চালক শিহাব উদ্দিন শামীমকে গ্রেফতার করেছে। উপজেলা চেয়ারম্যান একরামুল হক ভবনের ঠিকাদারীর কথা স্বীকার করে বলেন, রড গুলি চোরাই কিনা তিনি জানতেন না। ছাগলনাইয়ার সবুজ এন্টার প্রাইজ তাকে ওই রড সরবরাহ করেছে। ফুলগাজী থানার ওসি মোঃ শাহাদাত হোসেন থানা কমপে ক্স নির্মানের কাজে ব্যবহারের জন্য আনা চোরাই ৩০ টন রড উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকা থেকে রড বলে পুলিশ নিশ্চিত হয়েছেন। থানা ভবনের নির্মান ঠিকাদার ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক ওই রডগুলি এখানে এনেছেন। পুলিশ সুপার মোঃ ইমাম হোসেন সাংবাদিকদের জানান, পুলিশের জব্দকরা রডগুলি ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক তার কেনা রড হিসাবে দাবি করলেও শুক্রবার বিকেল পর্যন্ত কোন কাগজপত্র দেখাতে পারেননি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।