আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ১২ জন সম্পাদক দৈনিক পত্রিকার সম্পাদক হওয়ার আগের মুহুর্তেও সাংবাদিক ছিলেন না।

Mofiz of North Bangle

সরাসরি সম্পাদক হয়েছেন এমন ১৩ জনের যে তালিকা ঃ এক. প্রখ্যাত সম্পাদক আবদুস সালাম তত্কালীন পাকিস্তান অবজারভারে সম্পাদক হওয়ার আগে সরকারি চাকরি করতেন। সরকারি চাকরি থেকে পদত্যাগের ২/১ দিনের মধ্যেই তিনি সরাসরি সম্পাদক হিসেবে পাকিস্তান অবজারভারে যোগ দেন। দুই. তফাজ্জল হোসেন মানিক মিয়া প্রথমে পিরোজপুর সিভিল কোর্টে চাকরি করেন। ওই চাকরি ছেড়ে দেয়ার পর তিনি বরিশাল জেলা জনসংযোগ কর্মকর্তার চাকরি করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাহচর্যে আসার পর তিনি কলকাতায় প্রাদেশিক মুসলিম লীগের অফিস সেক্রেটারি হন।

১৯৪৯ সালে তিনি সাপ্তাহিক ইত্তেফাক-এ যোগ দেন। তখন মওলানা ভাসানী ছিলেন সম্পাদক। ১৯৫১ সালের ১৪ আগস্ট ওই পত্রিকার সম্পাদকের পূর্ণ দায়িত্ব তিনি গ্রহণ করেন। তিন. দৈনিক সংবাদের সম্পাদক (মরহুম) আহমদুল কবীর একজন রাজনীতিবিদ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।

চার. দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমানের মৃত্যুর পর জনাব আলতামাশ কবির দৈনিক সংবাদের সম্পাদক হন। এর আগে তিনি সাংবাদিক ছিলেন না। তিনি আহমদুল কবীরের পুত্র। পাঁচ. মওলানা মান্নান দৈনিক ইনকিলাব পত্রিকা বের করে তার পুত্র এএমএম বাহাউদ্দিনকে পত্রিকার সম্পাদক করেন। তিনিও পূর্বে সাংবাদিকতা করেননি।

ছয়. দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ একজন ব্যবসায়ী। জনকণ্ঠ বের হওয়ার পর তিনি সম্পাদক হন। সাংবাদিকতায় তারও কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। সাত. দৈনিক যুগান্তরের সম্পাদক সালমা ইসলাম এমপি একজন আইনজীবী। সম্পাদক হিসেবেই তার সাংবাদিকতা শুরু।

আট. দৈনিক আজকের কাগজের সম্পাদক লে. কর্নেল (অব.) কাজী শাহেদ আহম্মেদ একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। আজকের কাগজের সম্পাদক হওয়ার পূর্বে তিনি সাংবাদিক ছিলেন না। নয়. বাংলার বাণীর সম্পাদক শেখ ফজলুল করিম সেলিম একজন রাজনীতিবিদ। দশ. দৈনিক আল আমীন সম্পাদক হাজী মকবুল হোসেন। তিনি আওয়ামী লীগের একজন সাবেক এমপি।

সম্পাদক হওয়ার আগে তারও সাংবাদিকতায় কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। এগার. বসুন্ধরা গ্রুপের প্রকাশিতব্য ইংরেজি দৈনিক দ্য সান-এর সম্পাদক হিসেবে যোগদান করেছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। সম্পাদক হিসেবে যোগ দেয়ার আগে তিনিও সাংবাদিকতা করেননি। তিনি বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক।

বার মাহমুদুর রহমান আমার দেশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.