আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সর্ববৃহৎ এবং পূর্নাঙ্গ টিউটোরিয়াল ভিত্তিক বাংলা সাইটের উদ্বোধন হতে যাচ্ছে।

না খ্যাতি না সন্মান চাই,শুধু আপনার (আল্লাহর) দয়া চাই। এই দয়ায় একবার ঝোকার পর,না উঠে এমন শির চাই।
অবশেষে বহু প্রতিক্ষিত বাংলায় ওয়েব ডিজাইন/ডিভলপমেন্ট শেখার পূর্নাঙ্গ সাইটের শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে এ মাসে। এ সাইটে যেসব বিষয়ের পূর্নাঙ্গ টিউটোরিয়াল থাকবে- এইচটিএমএল (HTML)-৩৪ টিরও বেশি টিউটোরিয়াল সিএসএস (CSS)-২১টিরও বেশি টিউটোরিয়াল এক্সএমএল (XML) পূর্নাঙ্গ ধারনা জাভাস্ক্রিপ্ট (javascript)-প্রায় ২৫টি শুধু এর কাজটুকু বাকি আছে এটা শেষ হলেই সাইট পাবলিশ হবে। পিএইচপি এডভান্সড এবং প্রাথমিক (Basic & Advanced PHP) ২৭ টিরও বেশি পিএইচপি ফ্রেমওয়ার্ক -কোডইগনাইটার(PHP Framework-CodeIgniter) পূর্নাঙ্গ ধারনা ডেটাবেস (SQL)১৫ টিরও বেশি MySQL এবং PHP ৯টিরও বেশি ডোমেইন নাম এবং হোস্টিং (Hosting) ৭টিরও বেশি ফটোশপ প্রাথমিক এবং এডভান্সড (Photoshop advanced+Basic)প্রায় ২০ টি সাইটের অন্যতম আকর্ষন ফোরাম।

কোন টিউটোরিয়াল পড়ে বুঝতে না পারলে এই ফোরাম ব্যাবহার করবে। পূর্নাঙ্গ এই বাংলা ফোরামটিতে যেকেউ সমস্যার কথা লিখে সমাধান নিতে পারবে। প্রায় ১০০০ গজল/হামদ/নাত/Nasheeds থেকে বাছাইকৃত (বাংলাসহ ৫টি ভাষার) ৬০ টি সর্বশ্রেষ্ঠ nasheeds থাকবে একটা ইসলামিক পেজে যা অনলাইনে শুনতে এবং ডাউনলোড করতে পারবে। এছাড়াও ওয়েব ডিজাইন/ডিভলপমেন্টর প্রাথমিক ধারনা,এর ভবিষ্যত,পাশ্ববর্তী দেশ ওয়েব ডিভলপমেন্ট দিয়ে কত কোটি ডলার মসে আয় করছে এসব তথ্যও থাকবে। বি.দ: বাংলাদেশে এর চেয়ে বড় বাংলা টিউটোরিয়াল সাইট আছে তবে ওয়েব ডিজাইন/ডিভলপমেন্ট শেখার নয় অথবা পূর্নাঙ্গ নয়।


 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.