আমাদের কথা খুঁজে নিন

   

দূর্গম দূর্গাপুর [পর্ব এক]

salehin.arshady@gmail.com
প্রেক্ষাপট: মহাখালী বাস স্ট্যান্ড দালাল ফেরেপবাজ বাটপার মিথ্যুক চাপাবাজ লোকদের বিশাল এক কর্মক্ষেত্র। এখানে পা রাখলেই হাজার হাজার মানুষ তোমার আশেপাশে ভিন ভিন করবে। কানে হাজার রকমের কু-মন্ত্রনা দিবে, সেগুলা স্বযত্নে এক কান দিয়ে ঢুকায়ে আর এক কান দিয়ে বের করে দিবা। এখানে কাউকে বিশ্বাস করছো তো বাবা ঠকসো। এইখানে নিজের চোখ কান আর ৬ষ্ঠ ইন্দ্রিয় ছাড়া কারো কথায় কান দিও না.....BLA BLA BLA..... এইসব জ্ঞান-গম্মির কথা আগেই জানা ছিল।

কিন্তু ঠেইকা না শিখলে নাকি কিছু শিখা যায়না,এটা প্রমান করতেই কয়েকদিন আগে আমরা এক চরম ধরা খাইলাম। কাহিনী নিম্নরুপ- আমাদের গন্তব্যস্থল নেত্রকোনার বিরিশিরি। ঢাকা-বিরিশিরি মাত্র একটি পরিবহনের ডাইরেক্ট বাস আছে। প্রথম বাসটা ৭.৩০টায়। CNG দিয়ে সময় মত পৌছানোর পরেও এই বাস টা ধরতে পারলাম না কারন বাসে মাত্র ৫টা সিট খালি ছিল...আর আমরা ছিলাম ৬জন।

পরের বাস ৮.১৫টায়....। এই এক ঘন্টা আজাইড়া বসে থাকার কোন ইচ্ছাই ছিল না,তাই চিন্তা করলাম (চিন্তা করাটা যে কতবড় ভুল ছিল এখন হাড়ে হাড়ে টের পাইতেসি) আগে নেত্রকোনা যাই,সেখান থেকে বিরিশিরির বাসে উঠে যাব। ১ঘন্টা তো বাঁচবে? তখন এক ফ্রেন্ড খবর আনল এখনি গ্রীন লাইনের একটা বাস ছাড়তেসে। গ্রীন লাইন ??? বুকের মধ্যে তখনই হাল্কার উপর ঝাপসা কু ডেকে উঠল। নাম দেখেই ফ্রেন্ড টা টিকেট কিনা ফেলসে।

বাস ছাড়ার টাইম হয়ে গেছে...তাড়াহুড়া করে বাসে উঠে গেলাম.... পুরা টাসকি!!!!! বাসে আমরা মাত্র ৬জন। ড্রাইভার আর হেল্পার ছাড়া কেউ নাই। সবাই বসার পর পরই বাস ছেড়ে দিল। মন তো ফুরফুরা...পুরা বাস খালি। মনের কু চিন্তা টা ও দূর হয়ে গেল যখন বাসের ফ্রন্ট গ্লাসে বড় বড় হরফে গেইট লক লেখাটা পরলাম।

সুখ বেশীক্ষণ স্থায়ী হইল না। মহাখালী ফ্লাইওভারের নিচে বাসটা হঠাৎ দাঁড়ায় গেল। হতবম্ব হয়ে দেখলাম হেল্পার ******* নাইমা পেসেন্জার ডাকা শুরু করছে। ময়মনসিং -ত্রিশাল- ভালুকা- নেত্রকোনা.... আবার টাসকি । ৩জন উঠল।

এরপর আমতলিতে পাক্কা ১০মিনিট...আর ও ২-৩জন...>>>চেয়ারম্যান বাড়ি....>>>কাকলি....>>> তখন ও হতবম্ব ভাব টা কাটে নাই...একটাই প্রশ্ন মনের গহিনে ঘুড়পাক খাইতেছিল-“ গ্রীন লাইন এ উঠসি নাকি বলাকা ”...???!!!!!! বাস ১মিনিট চলে তো ১০মিনিট ঠায় দাড়ায় থাকে। টাসকি খাওয়ার এইখানেই শেষ না...আবার টাসকি খাইতে হইল যখন দেখি বাস ভাড়া নিয়া মুরগি পট্টির মত তুমুল দরাদরি চলতেছে। শেওড়া বাজারে এক লোক উঠল, হেল্পারের সাথে উনার দরাদরি টা follow করতে ছিলাম। হঠাৎ শুনি আমাদের দেখায়া হেল্পার ব্যাটা বলতেসে- " উনাদের দেকসুইন? ৬জন ১৫০টাকা কইরা টিকেট করসে। " আমাদের কথা শুনেই আমি পিছন ফিরে লোকটা কে দেখলাম।

লোকটা আমাদের দিকে তাকায়ে যে হাসি টা দিল তাতে ছিল করুনা, সহমর্মিতা আর এক ঝাঁক বিদ্রুপ। স্পষ্ট শুনতে পারলাম ব্যাটা আমাদের নিয়ে চুক চুক করতেছে। বাসের বাকি মানুষরা ও বেশ মজা নিয়া ৬টা মোরগ দেখতেছে...যারা সাত সকালে খাড়ার উপর হালাল হইয়া গেল... (থামা-থামি নাই, চলতেই থাকবে......)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।