আমাদের কথা খুঁজে নিন

   

ঝালকাঠির তথ্য কর্মীরা শিশু পাশে



গত শনিবার ঝালকাঠিতে হঠাত বৃষ্টি এলো এক ২য় ছাত্র তার অনুবতিতে বলে উঠলো বৃষ্টি এলো কাশ বনে উঠলো সারা গাশ বনে বকের সাড়ি কোথায়রে লুকিয়ে গেল বাশ বনে, এই কবিতাটা বলতে শুরু করলো। কিন্তু আমি বৃষ্টিতে একটি ছাতি মাথায় দিয়ে হেঠে যাইতে ছিলাম তখন ঐ ছেলের কথা আমি আর সজ্য করতে না পেরে বলাম তুমি আমার ছাতির তলে আস আমি তোমাকে বাড়িতে পেৌছে দিয়ে আসি। ছেলেটি আমাকে বলল না আমি একা যেতে পারবো। আমি তখন চিন্তা করতে লাগলাম যে এতো বৃষ্টি আর ঐ বৃষ্টির মধ্য ও কেমন করে বাড়ি যাবে তখন আমার সাথে থাকা ছাতাটা ওকে দিলাম আর বলাম তুমি বাড়িতে যাও আর আমি একটি দোকানের ভিতরে উঠে বসলাম এবং ছেলেটিকে বললাম আমি কাল তোমার বাড়িতে আসব ছাতি নিতে। পরের দিন আমি ঐ ছেলের বাড়িতে গেলাম যাইয়া দেখি ছেলিটির বিষন জ্বর তখন আমি বলাম যে তুমি যদি আমার ছাতটা না আনতা তাহলে কি তুমি এখন বাড়িতে থাকতে পারতা, তখন ছেলেটি বলে উঠল না আমার এখন থাকার কথা হাসপাতালে তখন ওর মা বলে ভাই আপনি কে আমি বলাম আমি আপনাদের ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ইনফরমেশন সেন্টারের তথ্যকর্মী।

তখন ওর মা বলতে লাগলো ভাই আপনি আমার ছেলেটিকে বাচালেন। সেখানে অনেক লোক উপস্থিত হল আমাকে দেখার জন্য কে এমন উপকার করলো তাকে দেখার জন্য। তখন আমি আমার কার্যক্রম সম্পর্কে তাদেরকে বললাম তারা বলেছে ভাই আপনাকে দেখেছি কিন্তু আপনি এমন কাজ করেন তা শুনেছি কিন্তু আজকের চোখে দেখলাম। আজকের ঐ ছেলেটির সাথে দেখা ও আমাকে বলে আংকেল আপনি আমাদের বাড়িতে বেড়াতে আসেন আম্মু আপনার কথা অনেক বলেছে। আপনি মানুষের অনেক উপকার করেন তাই না, তখন আমি বললাম এটা আমার কর্তব্য।

কারন একজন তথ্য কর্মীর এই যোগ্যতা না থাকলে সে কখোন প্রকৃত তথ্য কমী হতে পারবেনা। আমি মনে করি সকলের এই ধরনের সহায়তা করা দরকার তাহলে ইউআইএসসি অনেক দুরে যেতে পারবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।