আমাদের কথা খুঁজে নিন

   

মাহে রমজান ত্যাগের মহীমায়

কবিতা মনের কথা বলে।

আজ সেই দিন অনন্ত অমলীন এল খোদার আরস হতে, ধন্য জাহান পুন্যউদ্যান সংযম আহ্‌বানে। ঐ দেখাগেল রমজানের চাঁদ শাওয়ালের নব শশী, নবীর বানী ধ্বনিত সুরে সংযমের এই নিশি। সারাটি বছর কত না গুনা করেছে তব বান্দা, সংযমের এই বন্দনায় আজ মাফ করেছ মহান আল্লাহ্‌। কত আহাজারি কত প্রার্থনা হে খোদা তোমারি ত্বরে, কি অপরুপ তব মহিমা দানিয়াছ সকল বান্দার ঘরে।

ত্যাগের সাধনায় সকলি যেন হয়েছে আত্মহারা, ইফতারি সেউরী সকল যেন তোমার দয়ায় গড়া। সকল গুনাগার এ মাসে তোমার পুন্য অর্জন করে, সব হিসাব নিকাষ হয় একাকার তোমার করুনা ত্বরে। দয়া কর তুমি সকল দাসেরে গড়িতে হৃদয় মন্দির, তোমার কৃপা অপরিসীম জানি দুর কর পাপ তাপ চিও অস্হির। সংযম দাও সংশয় দাও দুর করে সব পাপ, সুখ দাও শান্তি দাও সব করে নিষ্পাপ। আজ ধরনী মনোহারিনী তোমার করুনা মহিমায়, আজ ধন্য মানব জীবন হে আল্লাহ্‌ তোমার বন্দনায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।