আমাদের কথা খুঁজে নিন

   

‘‘ইন্টারনেট হল এমন একটা জিনিষ যা মানুষ তৈরী ইন্টারনেট হল এমন একটা জিনিষ যা মানুষ তৈরী করেছে কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে তা এখনো আমাদের বোধগম্য নয়।

সজীবের কথা

আমরা অনেকেই এখন ইন্টারনেট-বিহীন জীবনের কথা ভাবতেই পারি না ব্যাঙ্কের। কাজকর্ম থেকে শুরু করে বাজার করা পর্যন্ত সবকিছুই এখন অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে করা সম্ভব। অনেকের কাছে আবার ইন্টারনেট এখন অনেকটা নেশার মতো। একটু সময় পেলেই তারা এক ওয়েবসাইট থেকে অন্য সাইটে চলে যান, বিভিন্নধরণের খবর বা তথ্যের সন্ধানে। কেউ আবার প্রতি মুহুর্তে দেখতে থাকেন কোনো ই-মেল এলো কীনা।

এছাড়া অনলাইনে কেনাকাটা, সিনেমার টিকিট কাটা, রেস্তোরায় টেবিল বুক করা, ছুটি কাটানোর জায়গা খুঁজে বের করা বা নিদেনপক্ষে খেলার স্কোর দেখার মতো বিষয় তো রয়েইছে। এখন আবার ফেসবুক, অর্কুট বা ইউ-টিউবের মতো ওয়েবসাইটের সুবাদে ছবি-ভিডিওর ছড়াছড়ি, বা হয়ত ঘণিষ্ঠ বন্ধুর সাথে একটু আধটু মস্করা করা – সবই এখন চলছে অনলাইনে। একবার ভেবে দেখেছেন কি এসব করতে গিয়ে আপনি নিজের সম্পর্কে কতধরণের তথ্য অন্য অনেকের সামনে উন্মোচিত করে দিচ্ছেন, যা হয়ত আপনি চাননা। ইন্টারনেট হল এমন একটা জিনিষ যা মানুষ তৈরী করেছে কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে তা এখনো আমাদের বোধগম্য নয় । অনলাইন অনেক তথ্যই হয়ত আপনার জন্য সুখপ্রদ হবে না।

যেমন ধরুণ আপনি হয়ত কোনো ঘণিষ্ঠ বন্ধুকে এমন কিছু টুইট করলেন যা দেখে তৃতীয় কোনো ব্যক্তি অপমানিত বোধ করতে পারেন, বা নিজেরই এমন কোনো ছবি অনলাইনে দিয়ে দিলেন যা ভবিষ্যতে আপনার অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে অল্পবয়সীদের, কারণ ভবিষ্যতে কি হতে পারে সেব্যাপারে তাদের হয়ত খুব বেশি ধারণা নেই। তার কথায়, বিশেষ করে অল্পবয়সীরা নিজেদের সম্পর্কে এমন সব তথ্য অনলাইনে দিচ্ছেন যে ভবিষ্যতে তাদের হয়ত অস্বস্তির হাত থেকে বাঁচতে নিজেদের পরিচয় বদল করে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ইন্টারনেট হল নৈরাজ্যের মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা। ‘‘ইন্টারনেট হল এমন একটা জিনিষ যা মানুষ তৈরী করেছে কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে তা এখনো আমাদের বোধগম্য নয়।

‘‘

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.