আমাদের কথা খুঁজে নিন

   

জার্মান ইন্টারনেট জায়ান্ট ‘রকেট ইন্টারনেট’ এর অপারেশন বাংলাদেশ শুরু।

রকেট ইন্টারনেট তাদের যাত্রা শুরু করে ১৯৯৯ সালে alando.de ওয়েবসাইটের মাধ্যমে যা মাত্র তিন মাস পরে ৪৩ মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে বহুল জনপ্রিয় মার্কিন কোম্পানি eBay কিনে নেয়। তিন জার্মান ভাই (যারা জনপ্রিয়ভাবে 'স্যামওয়ার ব্রাদারস' নামে পরিচিত) মিলে রকেট ইন্টারনেট কোম্পানি গড়ে তোলে যা পুরো পৃথিবীতে বর্তমানে ৭৫টি ইন্টারনেট বিসনেস মডেল অপারেট করছে এবং সম্প্রতি একটি বিলিয়ন ডলার কোম্পানিতে পরিনত হয়েছে। রকেট ইন্টারনেটের বর্তমান টার্গেট হচ্ছে ইমার্জিং মার্কেট যেমন আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া ইত্যাদি দেশে ইউরোপ, আমেরিকার সফল ইন্টারনেট বিসনেস মডেলগুলো সাপ্লাই করা। ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত দেশে রকেট ইন্টারনেট অনেক আগেই প্রবেশ করেছে। অগাস্ট ২০১৩ থেকে বাংলাদেশে চালু হলো রকেট ইন্টারনেটের প্রথম উদ্যোগ zamudi.com.bd.

Zamudi তৈরী করা হয়েছে বাংলাদেশের রিয়েল এস্টেট বা প্রপার্টি বিসনেসে বিপ্লব নিয়ে আসার জন্য।

zamudi কাজ করছে বাংলাদেশের সকল সেরা প্রপার্টি এজেন্টদের একত্রিত করার জন্য যারা তাদের প্রপার্টি zamudi মার্কেটপ্লেসের মাধ্যমে ক্রেতাদের কাছে তুলে ধরবে। এতে করে ধরুন আপনি বাংলাদেশের কোথাও বাড়ি, প্লট বা ফ্ল্যাট কিনতে বা ভাড়া নিতে চাচ্ছেন। এই মার্কেটপ্লেসে আসলে আপনি আপনার পছন্দের জায়গায় পছন্দের প্রপার্টিটি অতি সহজেই খুঁজে বের করতে পারবেন। সার্চ করতে পারবেন জায়গার পরিমান, বেড, বাথরুম, শহর, সুযোগ সুবিধা ইত্যাদি অনুসারে। খুঁজে পাবেন বাংলাদেশের টপ প্রপার্টি এজেন্টদের প্রোফাইল।

ভবিষ্যতে প্রপার্টি সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী, প্রপার্টি লোন এবং ইন্সুরেন্সের খবর ইত্যাদিও জানতে পারবেন। বাংলাদেশের দুটি বড় প্রপার্টি ডেভেলপার BTI এবং Green Delta ইতিমধ্যে Zamudi Bangladesh এর সাথে কাজ শুরু করে দিয়েছে।
zamudi.com.bd রকেট ইন্টারনেটের ইন্টারন্যাশনাল প্রপার্টি আর গাড়ির মার্কেটপ্লেসের একটা অংশ যা আফ্রিকায় vamido এবং carmido, সাউথ আমেরিকায় ubilista এবং ubiauto, এশিয়ায় zamudi (বাংলাদেশ এবং পাকিস্তান), house (মায়ানমার) নামে চালু করা হয়েছে। রকেট ইন্টারনেটের অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী কয়েক মাসের মধ্যেই তা একটি ব্র্যান্ড নামে পরিনত হবে।   ইন্টারন্যাশনাল কার মার্কেটপ্লেস বাংলাদেশে চালু হবার কথা আছে এই বছরের অক্টোবর মাসে।

বাংলাদেশে এই ভেঞ্চারটি সফল হলে ইনভেস্টমেন্ট আরো বাড়বে এবং অনন্য কোম্পানি তৈরী হবার সম্ভাবনা তৈরী হবে এবং ডিজিটাল বাংলাদেশ আরো মজবুত হবে।
সুত্র - রকেট ইন্টারনেট বার্লিন হেডকোয়ার্টার (www.rocket-internet.de)

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.