আমাদের কথা খুঁজে নিন

   

অবৈধ বিত্তে গড়ে ওঠা মানুষের প্রার্থনা মন্জুর হয় না

---
নবী স. বলেন: আল্লাহ তাআলা পবিত্র; তিনি একমাত্র পবিত্র বস্তুকেই কবুল করেন। আল্লাহ রাসূলদের যে আদেশ করেছেন মুমিনদেরকেও সে আদেশ করেছেন। " হে রসূল আপনারা পাক পবিত্র হালাল খাদ্য খাবেন এবং সৎকাজ করতে থাকবেন।" মুমিনদের উদ্দেশ্য করে তাই-ই বলেছেন " হে মুমিনরা, আমার দেয়া পাক পবিত্র হালাল রিযিক হতে খাও"। অতঃপর নবী স. বলেন: এক ব্যক্তি দূর-দূরান্তের সফর করছে। তাঁর মাথার চুল এলোমেলো, শরীর ধুলোময়, চেহারা বিবর্ণ ও ধুসর। এ অবস্থায় সে ব্যক্তি তাঁর দুই হাত আকাশের দিকে উঠিয়ে কাতর কণ্ঠে " হে প্রভু!!হে প্রভু!! " বলে ডাকছে। কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, গায়ের কাপড় হারাম (উপায়ে অর্জিত) এবং এ সব অবৈধ হারাম কামাই-ই সে খেয়ে থাকে। এ ব্যক্তির দোআ কীভাবে মন্জুর হবে! আবু হুরায়রা (র.) থেকে বর্ণিত: মিশকাত-২৬৪০, মুসলিম তথ্যসূত্র: মিশকাতুল মাসাবিহ http://www.islaminbox.tk
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.