আমাদের কথা খুঁজে নিন

   

দেখাগেল মা-ই মাঝে মাঝে ধোকা খেতে লাগলেন

لا إله إلا الله محمد رسول الله

পূর্বের ঘটনার প্রাসঙ্গীকতায় বর্তমান অংশটুকু লিখছি আমার সামনের দুটি দাঁত নাই হয়ে গেল ! সময়ের সাথে সাথে আমার বুদ্বি বাড়তে লাগল, আস্তে আস্তে একটু একটু চালাক হলাম যদি ও মা মানতে নারাজ ছিলেন..কিন্তু আগের মত কেউ আর ধোকা দিতে পারতনা । উপরন্তু দেখাগেল মা-ই মাঝে মাঝে ধোকা খেতে লাগলেন । হয়ত দেখা গেল কেউ একজন বাসায় এল, সালাম দিয়ে বলত, ভাবি স্যারের একটা জরুরী প্যাকেট ছিল , মা ও সহজ বিশ্বাসে রেখে দিত । এরপর বাবা আসলে শুরু হত কুরুক্ষেত্র ! আমি আর মা অসহায় হয়ে চেয়ে থাকতাম । আমরা যে অপরাধী.... বাবার আদেশ ছিল কেউ এলে যেন দরজা খোলা না হয়...কিন্তু চাইলে তো আর হবেনা ।

কেউ এলে মা প্রায় দরজার ওপাশ থেকে কথা বলতেন, কেউ কেউ বলত, ভাবী স্যার এই গুলা পাঠাইছে..এই বলে জিনিসপত্র রেখে কেটে পড়ত । মা পড়তেন মহাবিপদে । বাধ্য হয়ে জিনিসগুলা ঘরে তুলে রাখতেন । কিন্তু কে শুনে কার কথা বাবা এলেই শুরু হত কুরুক্ষেত্র ! কেন জিনিসগুলি ঘরে তোলা হল , দরকার হলে কুকুর-বিড়ালে খেত । মায়ের কোন যুক্তিই মানতেননা ।

এরপর আদেশ ছিল কিছুই ঘরে তোলা যাবেনা । কি আর করা, শুরু হল আমার মায়ের নতুন যন্ত্রণা । আমি বহুদিন দেখেছি মা চেয়ার পেতে দরজার সামনে বসে আছেন কারন সামনে পড়ে আছে বদ লোকদের রেখে যাওয়া জিনিসপত্র (বড় বড় মাছ, হাস-মুরগি ইত্যাদি), কুকুর -বিড়ালে নষ্ট করে ফেলবে এই ভয়ে মা বসে বসে পাহারা দিতেন..যতক্ষন না বাবা বাসায় আসতেন । এরপর বাবা নিজেই জিনিসগুলি ঘরে তুলতেন ..হাহাহাহা...পরে অফিসের পিওন এসে জিনিসগুলি অফিসে নিয়ে যেত.... (আরেকটু লিখার ইচ্ছা ছিল কিন্তু কারেন্ট আসে-যায় আর ভাল লাগছেনা..ধুর ...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.