আমাদের কথা খুঁজে নিন

   

ভেজালবিরোধী অভিযান -হতাশ নগরবাসী

আমি বিদ্রোহী

ভেজালবিরোধী অভিযান -হতাশ নগরবাসী রিবেল মনোয়ার নগরবাসীর অনেক পীড়নের একটি নাম ভেজাল। যা প্রতিনিয়ত তাদের জীবন-মানকে প্রচণ্ড ঝুঁকির মধ্যে ফেলেছে। কারণ ভেজাল খাদ্য গ্রহণের ফলে নগরবাসী আক্রান্ত হচ্ছে বিভিন্ন জটিল ব্যাধিতে। এগুলোর মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে কিডনি, লিভার ও যকৃতের নানারোগসহ ক্যান্সার। এ ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার সরকারকে সতর্ক করা সত্ত্বেও এসব ভেজাল ও বিষাক্ত খাদ্যসামগ্রী প্রতিরোধে সরকারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

অপরদিকে নগরবাসীর জীবনমান উন্নয়নসহ সার্বিক ব্যাপারে সরকারের অন্যান্য প্রশাসনের চেয়ে সিটি করপোরেশনের দায়িত্বই বেশি। অথচ সিটি করপোরেশনের ভূমিকায় মহানগরবাসী হতাশ। কারণ নানা সমস্যার আবর্তে নগরবাসী প্রতিদিন হাবুডুবু খাচ্ছে। এর মধ্যে ভেজাল খাদ্যের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এর সঙ্গে মানুষের বেঁচে থাকার প্রশ্নটি জড়িত।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত তিন বছর ধরে সিটি করপোরেশনের মোবাইল কোর্টের কোনো তৎপরতা নেই। বিষয়টি নগরবাসীর কাছে রহস্যজনক। এদিকে ভেজাল ও বিষাক্ত খাদ্য মহানগরীর বাজারগুলোকে গ্রাস করেছে। কিন্তু তা থেকে নগরবাসীকে উদ্ধারের কোনো প্রচেষ্টাই কেউ নিচ্ছে না। এ অবস্থায় গত সোমবার খাদ্যে ভেজাল ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে খাদ্যে ভেজাল মেশানোর কাজে অভিযুক্তকে বিশেষ ক্ষমতা আইনে (২৫/সি) গ্রেফতার করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, জনস্বাস্থ্য রক্ষায় নিয়োজিত বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমানে বাজারজাতকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ৯৬ থেকে ৯৭ ভাগই ভেজাল, বিষাক্ত কেমিক্যাল সংমিশ্রণে তৈরি এসব খাদ্য মানব দেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ২০০৫ সালে সিটি করপোরেশনের ১৫ থেকে ২০টি ভেজালবিরোধী মোবাইল কোর্ট প্রায় দুই বছরব্যাপী রাজধানীতে সক্রিয় ছিল। ওই সময় ভেজাল ও বিষাক্ত খাদ্য সামগ্রী উৎপাদন অনেকাংশে হ্রাস পায়। কিন্তু গত বছরতিনেক ধরে ডিসিসির ভেজালবিরোধী মোবাইল কোর্টের কোনো কার্যক্রম না থাকায়, বিষাক্ত ও ভেজাল খাদ্য সামগ্রীর উৎপাদন মারাÍক আকার ধারণ করেছে।

বিশেষ করে রমজান মাসে এ তৎপরতা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। আমরা আশা করি সরকার এ ব্যাপারে আরো তৎপর হবেন; পাশাপাশি ডিসিসি তাদের ভ্রাম্যমাণ আদালতকে সক্রিয় করে তুলবে। কারণ নগরবাসীর জীবনমান রক্ষার মূল দায়িত্বই তাদের। অতএব, এ ব্যাপারে আর সময়ক্ষেপণ করা ঠিক হবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.