আমাদের কথা খুঁজে নিন

   

ছবিব্লগ: বান্দরবন স্বর্ণমন্দির

বুকের ভেতর বহু দূরের পথ...

আমি এ পর্যন্ত ৩ বার বান্দরবন গিয়েছি। এর মধ্যে দ্বিতীয় বার বিশ্ববিদ্যালয় থেকে ডিপার্টমেন্টের পিকনিকে। তাও প্রায় বছর তিনেক আগে। সেবারই প্রথম বান্দরবনের বিখ্যাত ও ঐতিহাসিক বৌদ্ধ মন্দির দেখার সৌভাগ্য হয়। বান্দরবন এমনিতেই আমার কাছে ভূস্বর্গ।

আর আমি সাগর সবুজ পাহড়ি প্রকৃতি দেখতে বেশি ভালোবাসি। তবে বান্দরবনের এ মন্দিরটির গঠন ও নির্মানশৈলী দেখে আমি মুগ্ধ। কথিত আছে এ মন্দিরের অনেক কিছুই স্বর্ণ দিয়ে নির্মিত। এর সত্যতা আমার জানা নেই। তবে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে মন্দিরটি যে রুপ লাভ করে তা নিঃসন্দেহে আমার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্যাবলীর অন্যতম।

অনেকদিন পর ছবিগুলো দেখতে গিয়ে ভাবলাম ব্লগারদের জন্য দেই। ছবিগুলো কম রেজুলেশনের ডিজিক্যামে তোলা। ধন্যবাদ। ১. ২. ৩. ৪. ৫. ৬. ৭. মন্দিরের একজন পুরোহিত ৮. ৮ থেকে ১৩ পর্যন্ত ছবিগুলো মন্দিরের ভেতর বিভিন্ন স্থাপত্যের ৯. ১০. ১১. ১২. ১৩. ১৪. মন্দিরে আমার দুই বন্ধু ১৫. আমরা কজন আমার আগের ছবিব্লগের লিংক ক্যাম্প ফায়ার ও বারবি কিউ পার্টি ছবিব্লগ: অনিন্দ্যসুন্দর বগা লেক ছবি ব্লগ: সাঙ্গু নদ ছবি ব্লগ: দারুচিনি দ্বীপ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।