আমাদের কথা খুঁজে নিন

   

পর্নো ক্রিমিনাল ফাদে ভিকারুন্নেসার ছাত্রী



প্রথমে প্রেম, তারপর ইয়াবাসহ নানা মাদকের নেশার ফাঁদ, বন্ধুদের বাসায় নিয়ে তরম্নণীদের সঙ্গে অনত্মরঙ্গ সম্পর্ক করে বস্ন্যাকমেইলিং করে আসছিল তানভীর হাসান রাজীব। আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় ঢাকাই পর্নো’র নতুন ক্রিমিনাল সে। একের পর এক অপরাধ করেও পার পেয়ে যাচ্ছিল। তবে শেষ রক্ষা হয়নি। এবার র‌্যাব-এর হাতে গ্রেপ্তার।

রাজীবের তৈরী সিডি র‌্যাব-এর হাতে উদ্ধার হওয়ার পর কর্মকর্তারা তা দেখে বিস্মিত। তাজ্জব বনে গেছেন সবাই। কর্মকর্তারা জানিয়েছেন, এসব সিডি ইউরোপ-আমেরিকার পর্নোকেও হার মানায়। তাদের ভাষায় খাঁটি নীল ছবি। জিজ্ঞাসাবাদে রাজীব স্বীকার করেছে, একাধিক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার।

পরে তাদের আপত্তিকর ছবি তুলে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো মেয়ের পরিবারের কাছ থেকে। আর তার সর্বশেষ শিকার ছিল ভিকারম্নননিসা নূন স্কুলের নবম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রী..............। র‌্যাব-এর হাতে গ্রেপ্তারের পর রাজীব জানায়, কয়েক বছর আগে ......... নামের এক স্কুলছাত্রীর নগ্ন ছবির সিডি তৈরি করে। ওই সিডি বাজারে ছাড়া হবে এমন হুমকি দিয়ে তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে রাজীব ও তার সহযোগীরা। আরেক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর দৃশ্য ভিডিও করে তা সিডি আকারে পরিবারের কাছে পাঠিয়ে ১৪ ভরি স্বর্ণালঙ্কার আদায় করে সে।

লোকলজ্জার ভয়ে অসহায় পরিবারের সদস্যরা গোপনে রাজীবের হাতে টাকা ও স্বর্ণালঙ্কার দিয়ে রড়্গা পায়। জিজ্ঞাসাবাদে রাজীব আরও জানায়, আদায়কৃত টাকা দিয়ে সহযোগীরা মিলে নেশা করতো। নেশার মধ্যে ইয়াবা বেশি পছন্দের তাদের। এর কারণ হিসেবে রাজীব জানায়, নারীদের সঙ্গে অনত্মরঙ্গ সম্পর্ক দীর্ঘস্থায়ী করার জন্য ইয়াবা সেবন করতো তারা। এদিকে গতকাল পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় রাজীবকে।

আদালত রিমান্ডের শুনানির জন্য আজ দিন ধার্য করেছে। এদিকে রাজীবের মধুবাগ খেজুরগাছ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ক্লাস এইটে পড়া অবস্থায় সে বখাটে হিসেবে ‘সুনাম’ কুডিয়েছে। পাড়ার সিনিয়র মেয়েরাও তার টিজ থেকে রড়্গা পায়নি। এলাকাবাসীর অভিযোগ, বাবা-মায়ের একমাত্র সনত্মান হওয়ায় বেশি আশকারা পেয়েই ভয়ঙ্কর হয়ে ওঠে সে। রাজীবের সর্বশেষ টার্গেট রাখীকে তিন বছর আগে থেকেই বিভিন্ন উপায়ে পটিয়ে নিজের কাছে নেয়ার চেষ্টা করে সে।

রাজীবের ভাষ্যমতে, অনেক ত্যাগের বিনিময়ে রাখীকে পায় সে। প্রথমে কম নেশার মাদক-যেমন বিয়ার খাইয়ে অভ্যাস করানো হয় ....কে। এরপর ধীরে ধীরে ইয়াবা ও অন্যান্য নেশার ফাঁদে ফেলা হয়। গত ৭ই ফেব্রম্নয়ারি ..........অপহরণ করে নিয়ে যাওয়া হয় উত্তরা তার এক বন্ধুর বাসায়। সেখানে রাখীর সঙ্গে অনত্মরঙ্গ সম্পর্কের দৃশ্য অত্যাধুনিক মোবাইল ক্যামেরায় ধারণ করা হয়।

পরে সিডি আকারে পাঠিয়ে দেয়া হয় রাখীর বাবা-মায়ের কাছে। দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। ........ পিতা ফিরোজ আলম বলেন, মেয়ের এ ধরনের ভিডিও সিডি দেখে আমাদের কারও মাথা ঠিক ছিল না। রাজীব আমাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে বলে, যদি টাকা দেয়া না হয় তাহলে এ সিডি বাজারে ছেড়ে দেয়া হবে। র‌্যাব-এর ইন্টিলিজেন্স উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান মানবজমিনকে বলেন, এর আগে রাজীব বিভিন্ন স্কুলের ৫-৬ জন ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাদের বস্ন্যাকমেইল করেছে।

প্রত্যেকের সঙ্গেই সে ব্যক্তিগত গোপন মুহূর্ত ভিডিও সিডিতে ধারণকরেছে। গত ফেব্রম্নয়ারি মাসে ভিকারম্নননিসা নূন স্কুলের........... অপহরণ করে সে। অপহরণের আগে তার সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল রাজীব। এতসব প্রেম ও প্রতারণার মাঝেও রাজীব ছিল ধরাছোঁয়ার বাইরে। এই ফাঁকে বিয়েও করে সে।

তার স্ত্রী অন্য একজনের সঙ্গে পালিয়ে যায়। গতকাল গ্রেপ্তারের পর রাজীবকে রমনা থানায় হাজির করা হয়। পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় মানবজমিনকে বলেন, রাজীব একাধিক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছে। সে যে অপরাধী এতে কোন সন্দেহ নেই। তার বিরম্নদ্ধে আরও যেসব অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

........চাচা জাহাঙ্গীর আলম বলেন, বয়স কম হওয়ায় আমার ভাইঝিকে বিভিন্ন প্রলোভন দিয়ে কৌশলে ভিডিও দৃশ্য ধারণ করে সেটি আমাদের কাছে পাঠিয়েছে। সেই দৃশ্য দেখে ........... মা অসুস্থ হয়ে পড়েন। এখনও তিনি সুস্থ হতে পারেননি। এদিকে মামলার তদনত্ম কর্মকর্তা রমনা থানার এসআই মোহাম্মদ এনামুল হক বলেন, রিমান্ডে রাজীবের কাছ থেকে গুরম্নত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। আজ রিমান্ডের শুনানি ধার্য করা আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.