আমাদের কথা খুঁজে নিন

   

সাংসদের শিক্ষাগত যোগ্যতা



সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টে রুল সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজার শিক্ষাগত যোগ্যতার সনদ কেন আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হবে না , তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। উচ্চমাধ্যমিক পরীক্ষার সনদ উপস্থাপনে ব্যর্থ হলে তাঁর সদস্য পদ বাতিলেরও কেন নির্দেশ দেওয়া হবে না, আদালত তাও জানতে চেয়েছেন। চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও সৈয়দা আফসার জাহান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি-সমর্থিত মহাজোট প্রার্থী গোলাম রেজা মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন, এমন অভিযোগে স্থানীয় গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি এম শফিউল আজম রিট আবেদন করেন।

রিটে গোলাম রেজার সংসদের সদস্য পদ বাতিলেরও আবেদন করা হয়। রিট আবেদনকারীর কৌসুঁলি কাজী আকতার হামিদ প্রথম আলোকে বলেন, নির্বাচনের হলফনামায় গোলাম রেজা মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি অষ্টম শ্রেণী পাস। কিন্তু হলফনামায় তিনি উচ্চমাধ্যমিক পাস করেছেন এবং সনদ হারিয়ে যাওয়ায় তা উপস্থাপন করা যায়নি বলে হলফনামায় উল্লেখ করেন। আদালত ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার সনদ উপস্থাপনের কেন নির্দেশ দেওয়া হবে না এবং তা উপস্থাপনে ব্যর্থ হলে সদস্য পদ বাতিলের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.