আমাদের কথা খুঁজে নিন

   

রেপিডশেয়ার বনাম বাংলালিংক

এখন যেখানে লিখি : http://shorob.com/author/yaad/

যতদূর জানি, জিপি-বাংলালিংক এরা ডাইনামিক আইপি এড্রেস ব্যবহার করে। মানে এক এক সেশনে এক এক আইপি। (অনেকটা এরকমই মনে হয়) ব্যাপারটা বুঝতে পারি যখন নেটের স্পিড টেস্ট করার জন্য speedtest.net এ যাই। আগে সারাদিনে একটু পর পর আমি স্পিড টেস্ট করতাম। [বিশেষ করে জিপি থেকে বাংলালিংকের ইন্টারনেট এ মাইগ্রেট হওয়ার পর এ ব্যাপারটা বেশি দেখতাম] রেপিড শেয়ার থেকে ডাউনলোড করতে গেলে যে সমস্যাটা বেশি হয় সেটা হলো, ১০-১৫ মিনিট বসিয়ে রাখে, অনেক সময় বলে আমার আইপি নাকি অলরেডি আরেকটা ডাউনলোড করছে!! এরকম অবস্থায় ডাইনামিক আইপির কথা মাথায় আসলো।

নেট ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলাম। এবার আর বলে না, আইপি আরেকটা ডাউনলোড করছে!!!?? প্রিমিয়াম লিঙ্ক জেনারেটার এর আর দরকার হয়না। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। [জিপি আর বাংলালিংকের আইপি ডিস্ট্রিবিউশন এক কিনা জানিনা। ] যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন, তাদের আইপি স্ট্যাটিক।

সুতরাং এ পদ্ধতি কাজ করার কথা না। (যদিও রেপিডশেয়ার থেকে ডাউনলোড এর আরো হাজার হাজার উপায় আছে )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।