আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকরা আসলে "ঘোড়ার ডিম পাক" কে বিশ্বাস করে।

শুধুই দেখি...

একজন নাস্তিক সাহেব আড্ডা বসাইছিলেন। গতকাল মিসকর্ছিলাম। তাই আমি ঢুকেই অনুমতি নিয়ে একটা কমেন্ট করলাম। আমি আবার একটু বেসিকপন্হী! মানে একদম দুনিয়ার জন্মলগ্ন নিয়াই নাদানের মতোন কিছু সবিনয়ে জানতে চাই। বিগ ব্যাং কেন হইলো?! কি দরকার ছিলো??!! নাস্তিক সাহেবদের কী মতামত! আর, বিবর্তন নিয়া আলাপ আলোচনায় না গিয়া বরং আরেকটু ডীপে যাই ... ইলেকট্রনকে বা প্রোটনকে তৈরি করলো কে বা কী?! কেনো!? তারপরে আলুচনা চলুক.... আমরা আস্তিকরা বিশ্বাস করি আল্লাহ।

আপনারা??!!... জবাবে আসিফ মহিউদ্দীন সাহেব বলিয়াছেন লেখক বলেছেন: আমি বিশ্বাস করি ঘোড়ার ডিম পাক। মহাবিশ্বের সৃষ্টি করিয়াছেন অসীম দয়ালু এবং মহা ক্ষমতাবান জনাব ঘোড়ার ডিম পাক। তিনি তৃতীয় মাত্রার উপরে বাস করেন, তাই আমাদের জ্ঞানের বাইরে। উনাকে নিয়া কোন ধরনের প্রশ্ন করিবেন না, আমার বিশ্বাসকে আঘাত করিবেন না। কারন তিনি আমাদের তাকে নিয়া প্রশ্ন করিতে নিষেধ করিয়াছেন।

আর বিগ ব্যাং? জনাব ঘোড়ার ডিম পাক একদা কোন এক সময়ে বদহজম সংক্রান্ত জতিলতায় বায়ু নির্গমন করিতেছিলেন। হঠাৎ বিকট শব্দে বিগ ব্যাং হইয়া মহাবিশ্ব সৃষ্টি হইলো। বুঝিলেন কিছু? --- অর্থাৎ, নাস্তিকরা আসলে "ঘোড়ার ডিম পাক" কে বিশ্বাস করে। ধন্যবাদ, বিষয়টা পরিস্কার করার জন্য। মাহে রমজানের শুভেচ্ছা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.