আমাদের কথা খুঁজে নিন

   

অ্যানড্রয়েডের জন্য আসছে নতুন গুগল আর্থ

আমি ব্লগিং,চ্যাটিং,ওয়েব ব্রাউজিং ইত্যাদি ও নতুন বন্ধু বানাতে পছন্দ করি।

মোবাইল অপারেটিং সিষ্টেম ২.১ সংস্করনের জন্য আসছে নতুন গুগল আর্থ । গুগলের পন্য ব্যবস্থাপক পিটার বার্ক জানিয়েছেন মোবাইলের জন্য এটিই গুগল আর্থের সবচেয়ে দ্রুতগরি সংস্করন বলে জানান তিনি । গুল আর্থের নতুন এ মোবাইল সংস্করনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ভয়েস চিহ্নিত করন অপশন । যার মাধ্যমে মোবাইলে ভয়েস কমান্ড দিয়েই চালানো যাবে গুগল আর্থ ।

ব্যবহার কারী আইফেল টাওয়ার উচ্চারন করলেই গুগল আর্থের স্কিনে আইফেল টাওয়ার চলে আসবে । এছাড়াও গুগল আর্থের ম্যাপের মাধ্যমে স্যাটেলইটে তোলা রাস্তার মানচিত্র দেখতে পাবেন ব্যবহার কারীরা । সেই সাথে গুগল আর্থে ডেস্কটপের সকল সুবিধাও পাওয়া যাবে । বোনাস :আজকে আমি আপনাদেরকে একটি টিপস দিব যা আপনাদের কাজে লাগবে । আমরা কোন ফাইল রিনেম করতে গেলে ফাইলটি সিলেক্ট করে রিনেম এ ক্লিক করে রিনেম করি ।

কিন্তু আপনি তা করতে পারবেন এক ক্লিকেই । প্রতমে ফাইলটি সিলক্টে করে F2 চাপুন । এবার নাম লিখুন । এখন মাউসের আইকনটি অন্য জায়গায় ক্লিক করুন দেখুন রিনেম হয়ে গেছে ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।