আমাদের কথা খুঁজে নিন

   

মুভির ইতিহাসে সবচেয়ে লাভজনক মুভিঃ Deep Throat (১৮+)

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে

মুভিটির কিছু তথ্যঃ ১. মুভিটি ৬ দিনে তৈরি করা হয়েছিল ২. মুভিটির নিমার্ন ব্যায় ছিল ২৫,০০০$ ৩. মুভিটি আমেরিকার ২৩ টি স্টেটে ব্যান করা হয় ৪. আমেরিকার পোর্টল্যান্ডের আলাদিন থিয়েটারে ১৯৭৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত প্রতিদিন মুভিটি প্রচারিত হতো। এটি একটি রেকর্ড। ৫. মুভিটি ২০০৫ সাল পর্যন্ত আয় করে ৬০০ মিলিয়ন$ (প্রযোজক সংস্হা টাকা গোণার মত সময় ছিলো না, তারা এটাকে পাল্লায় মাপাতো!) জেরার্ড ডামিয়ানো পরিচালিত ১৯৭২ সালের ডিপ থ্রোট প্রাপ্তবয়স্কদের জন্য একটি কমেডি মুভি....এক ডাক্তার আর রুগীর মধ্যে ঘটা মজার কিছু ঘটনা নিয়ে এই মুভিটি । পুরনো এই মুভিটির আদ্যোপান্ত ইতিহাস নিয়ে ২০০৫ সালে একটি ডকুমেন্টারি বের হয় Inside Deep Throat নামে। মূল মুভির মত এই ডকুমেন্টারিওটা রেটেড (১৭ বছরের কম বয়সীদের দেখা নিষেধ) ডকুমেন্টারির ট্রেইলার আছে ইউটিউবে ..আর দেখতে চাইলে লিংকও সহজলভ্য অনলাইনে । পাদটীকাঃ মূল মুভিটি কঠিনভাবে প্রাপ্তবয়স্ক মুভি বলে এর কোন লিংক দেয়া হলো না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.