আমাদের কথা খুঁজে নিন

   

কাওরান বাজারের বেগুন হাতিরপুলে দ্বিগুন.......



বেগুনের দাম ক্রমশ বাড়ছে। বেগুন নামক সবজিটিকে পেছনে টেনে ধরার কেউ নেই। এমনকি সরকারও পাড়ছে না। যদিও আমাদের প্রাণপ্রিয়(!) বাণিজ্যমন্ত্রী এ বিষয়টিকে ‘লাগামের ভেতর’ রয়েছে বলেই বারবার বলে যাচ্ছেন। ‘কেউ শুনুক আর না শুনুক আমি বলেই যাবো’ .......তিনি এই মন্ত্রে বিশ্বাসী কিনা।

বেগুন নিয়ে অনেক কথা বলা যায়। তার নানাবিদ ব্যবহার নিয়ে আলোচনা করা যায় বিশদভাবে। তবে এই ডিজিটাল যুগে এই বেগুন যেভাবে ডিজিটাল সরকারে নাকানি চুবানি খাওয়াচ্ছে তা আর নতুন করে বলার দরকার পড়ে না। যদিও বেগুন নামক ফলটি দিয়ে তৈরিকৃত উপকরণ আমাদের সরকারের থাকা গুরুত্বপূর্ন ব্যাক্তিরা খান না। কারণ তারা সকলেই গ্যাস্টিকে আক্রান্ত বলে জানা গেছে তাদেরই নিকট আতœীয় মারফতে।

আর এই কারণে বেগুন তার নিজগুলোর কারিশমা দেখালেও তাকে ছোয়াঁর মত কোন মহাজনই(!) নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।