আমাদের কথা খুঁজে নিন

   

চামচামির নির্লজ্জ বহি:প্রকাশ -শেখ মুজিবের ঢাবির ছাত্রত্ব বাতিল আদেশ প্রত্যাহার

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের নির্দেশ ৬১ বছর পর প্রত্যাহার হয়েছে। আমার কথা হল এই চামচামীর মানে কী? শেখ হাসিনার প্রিয় পাত্র হওয়া? এটা সঠিক কাজ হত যখন নেতার ছাত্রজীবন ছিল তখন যদি করা হত। তাহলে তিনি ঢাবি-র ডিগ্রীটা পেতে পারতেন।

এখন যারা এ কাজ করলেন তারা বিশেষ লোভে পড়ে এ কাজ করেছেন। তাদের বিচার হওয়া উচিত। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের নির্দেশ ৬১ বছর পর প্রত্যাহার হয়েছে। শনিবার দুপুরে সিন্ডিকেটের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র থাকা অবস্থায় এক ধর্মঘটে নেতৃত্ব দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করেছিলো।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ মুজিবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের নির্দেশ প্রত্যাহারের বিষয়টি শনিবার সিন্ডিকেটের বিশেষ সভায় আলোচনা করা হবে । এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে শুক্রবার বলেন, "১৯৪৯ সালে শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব বাতিল করা হয়। এ বিষয়টি আলোচনা করতে আমরা সিন্ডিকেটের জরুরি সভা ডেকেছি। " শেখ মুজিবের 'প্রাপ্য অধিকারের প্রতি সম্মান জানাতে' সিন্ডিকেটের এ সভা ডাকা হয়েছে বলে তিনি জানান। উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, "সিন্ডিকেটের জরুরি সভা মানেই গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করা।

সিন্ডিকেটে শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব বাতিলের ইস্যুটি নিয়ে আলোচনা হবে। " ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে ডাকা ধর্মঘটে নেতৃত্বদানের অভিযোগে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ড. মাহমুদ হাসান। বাংলাদেশ উন্নয়ন সাংবাদিক ফোরাম সম্প্রতি শেখ মুজিবুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানায়। সংগঠনটি এক ফ্যাক্স বার্তায় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান বরাবর একটি চিঠি পাঠায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও এর প্রতিলিপি পাঠানো হয়। ( তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।