আমাদের কথা খুঁজে নিন

   

নবযাত্রায় ব্রাদার্স

সময় কাটানোর জন্য ব্লগে লিখি

দীর্ঘদিন পর চাঞ্চল্যতা ফিরে এলো গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে। এক সময়ের তারুণ্যের অহংকার বলে খ্যাত ঐতিহ্যবাহী এ ক্রীড়া সংগঠনের নির্বাচিত কোনো কার্যনির্বাহী কমিটি ছিল না গত তিন বছর। সাবেক সাধারণ সম্পাদক মিজানউদ্দিন আহমেদ পদত্যাগ করার পর এ পদে আর কাউকে আনা হয়নি। এ এফ এম জাহাঙ্গীর সভাপতি পদে থাকলেও খুব একটা সক্রিয় ছিলেন না বলেই এলাকাবাসীর দাবি। তাই সাংগঠনিকভাবে গোপীবাগের এ দলটি দীর্ঘ সময় ভঙ্গুর অবস্থায় ছিল।

অবশেষে অন্ধকার কেটে গেল। আবার আলো ফিরে পেল ব্রাদার্স। গত বৃহস্পতিবার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো এ ক্লাবের। ৭৭ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল। সাধারণ সম্পাদক পদে জায়গা পেয়েছেন ঢাকা মহানগর আওয়ামী যুবলীগের (দক্ষিণ) সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি।

নতুন কমিটি ইতোমধ্যে দায়িত্ব বুঝে নিয়েছে। ব্রাদার্সের এ নবযাত্রায় এর কর্মকাণ্ডকে আরো বেশি গতিশীল করতে বদ্ধপরিকর নবনির্বাচিত কর্মকর্তারা। তারা এ ক্রীড়া সংগঠনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ। শুধু ফুটবলেই নয়, আসন্ন মৌসুমে সব খেলাতেই সমান গুরুত্ব দেবে ব্রাদার্স। এ লক্ষ্যে তারা শক্তিশালী দলও গঠন করবে।

এর জন্য যা যা করণীয় তার সবই করা হবে নতুন কমিটির পক্ষ থেকে। আসন্ন ফুটবল মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যে দেশসেরা তারকা খেলোয়াড়দের নিয়ে ঘর গুছিয়ে ফেলেছে পেশাদার লিগের নতুন দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ কেসি। তারকা শূন্যতার মধ্যেই এবার দল গড়তে হচ্ছে চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্সআপ মোহামেডানকে। গত তিন বছর লিগে কোনোরকমে টিকে থাকার মতো দল গঠনই ছিল ব্রাদার্সের জন্য চ্যালেঞ্জ। এবারের মৌসুম শুরুর আগে যদিও তাদের নতুন কমিটি গঠন হয়েছে, তারপরও তারকা খেলোয়াড়ের শূন্যতার মাঝে এবারো তরুণদের নিয়ে সেই টিকে থাকার মতোই দল গড়তে হচ্ছে ব্রাদার্সকে।

এ অবস্থায় নতুন যাত্রায় গোপীবাগের এ ক্রীড়া সংগঠনের চেহারা বদলাবে কি? এ ব্যাপারে গতকাল ব্রাদার্সের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রাদার্সের হারানো গৌরব ফিরিয়ে আনতে যা যা করণীয় তার সবই করা হবে আমাদের কমিটির পক্ষ থেকে। আমি এ এলাকারই সন্তান। এলাকার সবাইকে এক সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ক্লাবের সঙ্গে সঙ্গে চাই এলাকারও উন্নয়ন। গত কয়েক বছর ব্রাদার্সের করুণ পরিণতি দেখে বসে থাকতে পারিনি।

স্থানীয়দের অনুরোধে ক্লাবের দায়িত্ব গ্রহণ করি। আশা করি নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম দুলাল ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে ব্রাদার্সকে এগিয়ে নিয়ে যেতে পারব। চেষ্টা করব এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার। ক্লাবকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টার। আশা করি আমরা তা পারব।

তিনি বলেন, আসন্ন পেশাদার লিগকে সামনে রেখে ইতোমধ্যে আমরা ২৫ জন স্থানীয় তরুণ খেলোয়াড়কে দলে ভিড়িয়েছি। তারকা নেই তো কি হয়েছে? আমাদের দেশের তারকাদের সঙ্গে অন্য ফুটবলারদের মান উনিশ-বিশ। আমরা এবার প্রতিভাবান তরুণদের সঙ্গে ভালো মানের বিদেশি ফুটবলার দলে ভিড়িয়ে শক্তিশালী দল গঠন করব। এ ক্ষেত্রে স্থানীয়দের সঙ্গে কথা চূড়ান্ত হয়ে গেছে। লিগ মাঠে গড়ানোর আগেই তাদের পারিশ্রমিক মিটিয়ে ফেলা হবে।

বিদেশিদের ব্যাপারে আলোচনা চলছে। দলের কোচের দায়িত্বে এবারো থাকবেন সাবেক তারকা ফুটবলার খন্দকার ওয়াসিম ইকবাল। শুধু ফুটবলই নয়, অন্য খেলায়ও এবার শক্তিশালী দল গঠন করবে ব্রাদার্স। দায়িত্ব গ্রহণের আগেই আমরা ক্রিকেট দল গুছিয়ে ফেলেছি। সব কিছু ঠিক থাকলে ফুটবলে ভালো করার পাশাপাশি ক্রিকেটেও এবার আমরা চ্যাম্পিয়ন ফাইট দেব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.