আমাদের কথা খুঁজে নিন

   

ভেজাইল্যা পোস্ট , প্লাস ,মাইনাসের পোস্ট, কপি পেস্ট পোস্ট, ক্যাচাল লাগানোর পোস্ট, নকল জন্মদিন পালন থেকে বিরত থাকুন।

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©

১৫ই আগস্ট ‘নকল জš§দিন’ পালন না করার জন্য বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন নারী সংসদ সদস্যরা। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি পালনকালে তারা এ আহ্বান জানান। ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, যার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল, তার এরকম একটি শোকাবহ মৃত্যুর দিনে উল্লাস করা অত্যন্ত নিন্দনীয়। তা থেকে বেগম জিয়া আপনি বিরত থাকুন।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ বলেন, খালেদা জিয়া তার জš§দিন বিকৃত করেছেন। এজন্য তার বিচার হওয়া উচিত। যে দিনে রাসেলের মতো ছোট্ট শিশুও রক্ষা পায়নি খুনীদের হাত থেকে, সেই শোকাবহ দিনে কেক কেটে উল্লাস করা একজন নেত্রীর কি মানায়? সংসদ সদস্য রুবী রহমান বলেন, ১৫ আগস্ট তার সঠিক জš§দিন কিনা তা জনগণের সামনে তুলে ধরুন। সংসদ সদস্য তারানা হালিম বলেন, খালেদা জিয়া যে জš§ তারিখ উল্লেখ করে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন তা ১৫ আগস্ট নয়। অধ্যাপক অপু উকিল বলেন, আপনার আসল জš§দিন কোনটি? আপনার কাবিননামায় লেখা আছে ১৯ আগস্ট ১৯৪৫ আপনার জš§ তারিখ আর আপনার স্কুলের সার্টিফিকেটে লেখা ৫ সেপ্টেম্বর এবং পাসপোর্টে লেখা ৯ আগস্ট।

এরপর আবার ১৯৯২ সালে আপনি ঘোষণা করেন আপনার জš§দিন ১৫ আগস্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।