আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড অ্যাপস কথনঃ ফটো ওয়ার্প

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   ফটো ওয়ার্প অ্যাপসটি গুগল স্টোরে পাবেন এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি অংশে। গেমটি ডেভলপ করেছে এন্ড্রয়েড অ্যাপস ডেভলপার তনুজাবা এন্টারটেইনমেন্ট।

অ্যাপসটির রেটিং প্রায় ২৪হাজার ব্যবহারকারীর ভোটে ৪.২ এবং এটি প্রায় কয়েক কোটি বার ডাউনলোড করা হয়েছে। একদমই কম সাইজের এই অ্যাপসটি এখনকার বাজারে প্রচলিত যেকোনো এন্ড্রয়েড সেটে চলবে। ১ মেগাবাইটেরও কম সাইজের এই অ্যাপসটি দিয়ে আপনি যেকোনো ফটোতে বিভিন্ন মজাদার ইফেক্ট দিতে পারবেন। ডেভলপারদের ভাষায় সবথেকে সুলভ ভার্চুয়াল প্লাস্টিক সার্জনের কাজ করবে অ্যাপসটি। ফটোতে বিভিন্ন মজাদার ইফেক্ট দেওয়ার জন্য এতে থাকছে ৫টি টুল।

স্মুজ, রোটেট, আনডু, শ্রিঙ্ক ইত্যাদি টুল দিয়ে আপনি যেকোনো ছবিকে অদ্ভুত অদ্ভুত বিভিন্ন ইফেক্ট দিয়ে পারবেন। এছাড়া ফেসঅফ অ্যাডঅন সংযুক্ত করে বাড়তি মজা নেওয়ার সুযোগ থাকছে। এডিট করার জন্য ডিফল্ট ছবি এবং গ্যালারি থেকে বাছাই করার পাশাপাশি ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলেও এডিট করার সুযোগ থাকছে। এছাড়া আপনার এডিট করা ছবিগুলো ইন্টারনেট অথবা ব্লুটুথের মাধ্যমে শেয়ার করারও অপশন থাকছে। এই অ্যাপসটির তেমন কোনও নেগেটিভ দিক অথবা অ্যাডের অত্যাচার নেই।

তবে অ্যাপসটি ব্যবহার শেষে এক্সিট করতে ভুলবেন না, অন্যথায় আপনার র‍্যামের প্রায় ২০মেগাবাইট দখল করে রাখবে আপসটি। অ্যাপসটি আপনার এন্ড্রয়েড ফোন ছাড়াও এন্ড্রয়েড ট্যাবেও কাজ করবে সুন্দরভাবে। অ্যাপসটির ৯৮১কিলোবাইটের সর্বশেষ ভার্শন ১.৬.১১ আপনার এন্ড্রয়েড এর জন্য একদম বিনামুল্যে নামাতে পারবেন এই লিঙ্ক থেকে। অ্যাপসটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.