আমাদের কথা খুঁজে নিন

   

নজরুল ইসলাম নবীনের কবিতা

বাংলাদেশ

আক্ষেপ নজরুল ইসলাম নবীন পৃথিবী তুমি এতো নিষ্ঠুর কেন? ক্ষুধার্তের পিঠে অন্যায়ের চাবুক যেন, সত্যের মুখে ধামাচাপা দিয়ে মিথ্যার রাজ্য বিস্তার করেছ হেন, পৃথিবী তুমি এতো নিষ্ঠুর কেন? দেয়না হেথা দুঃখিনীর চোখের জলের কোন দাম, মেটেনা কোন অন্নহীনার ক্ষুধার জ্বালা, মেলেনা কোন অনাথিনীর লজ্জা ঢাকার বসন, জোটেনা কোন আশ্রয়হীনা কাঙ্গালের আশ্রয়, নিজ নিজ আখের গোছাতে সবাই ব্যস্ত যেন, পৃথিবী তুমি এতো নিষ্ঠুর কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।