আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার সারাদিনের উদ্ধারকাজের স্মৃতি ও কিছু অনুরোধ।

A successful man is one who can lay a firm foundation with the bricks others have thrown at him. প্রায় আট ঘণ্টা পর বের হলাম ভবন থেকে। আজ এক মেয়ের পা কেটে উদ্ধার করতে হয়েছে, নতুবা মেয়েটিকে বাঁচানো যেতনা। কোনদিন ভাবতে পারিনি, আমাকেই এই কাজ করতে হবে। ভবন থেকে বের হয়ে খাবার খাওয়ার একটু চেষ্টা করলাম, বমি করে ফেললাম। মনে হচ্ছে আমার হাতে সব লাশগুলোর রক্ত।

আমি বক্সার-জিমন্যাস্ট, সাধারনের চেয়ে অনেক শক্ত মনের মানুষ। সেই আমি আজ অনেকবার কেঁদেছি, এখনো কাঁদছি। হায় আল্লাহ, কেন আমায় দেখতে হল এমন দৃশ্য ! ভবনের ভেতরের লাশগুলো পচেগলে বীভৎস আকার ধারন করেছে। যেকয়টা দেহ উদ্ধার করেছি, সবগুলোই রক্তাক্ত, ক্ষতবিক্ষত। গলিত লাশের গন্ধ, বাঁচার জন্য হৃদয়বিদারক আকুতি, "ভাই, আমি বাঁচতে চাই, আমারে বাঁচান।

" কেঁদে কেঁদে উত্তর দিয়েছি, " ভাই, বোন , তুই বাঁচবি, তোকে আমি বাঁচাবো, তোকে আমি মরতে দিব না। " তবুও বাঁচাতে পারিনি এক ছেলেকে, লাশটা যেন আমাকে বলছে, "আমি বাঁচতে চেয়েছিলাম, ওরা আমাকে বাঁচতে দিল না। " তবুও সান্তনা আমি কিছু মানুষের জীবন বাঁচাতে পেরেছি। ১৭/১৮ বছরের এক মেয়েকে যখন উদ্ধার করে এ্যাম্বুলেন্সে তুললাম, তখন মেয়েটা আমার হাত ধরে বলল, "ভাই, আপনি ফেরেশতা" তখন মনে হল সমগ্র পৃথিবীটা বুঝি আমার। আমি ও আমার টিম ১২ টা ৪৫ মিনিটে আবার ভবনে প্রবেশ করব।

এইমাত্র শুনলাম, ২য় তলায় কয়েকজন জীবিত মানুষের সন্ধান পাওয়া গেছে। সবাই দোয়া করবেন, আমরা যেন সবাইকে বাঁচাতে পারি। বাহির থেকে দেখে অনেক সহজ মনে হচ্ছে সব, অনেকে ক্ষুব্ধ-হতাশ। কিন্তু বিশ্বাস করুন, এখানে প্রত্যেকটা মানুষ জীবন বাজি রেখে কাজ করছে, কেউ বসে নেই। একটা প্রাণও যেন নষ্ট না হয় তাই অনেক সাবধানে-ধীরে কাজ করতে হয়।

প্লিজ, অনেকে অনেক বাজে কথা বলেন-লেখেন ব্লগে, এটা করবেন না। আমরা অনেক কষ্ট পাই, আমরা কোন টাকা পাবোনা এখান থেকে, কোন সার্টিফিকেট পাবোনা। শুধু মনের টান থেকে মানুষগুলোর জীবন বাঁচাবার তাগিদে দূর এসেছি জীবনের মায়া ছুঁড়ে ফেলে। আমাদের সম্পর্কে আজেবাজে কথা বলে আমাদের কষ্ট দেবেননা। ভেতরে এখনো অনেক মানুষ বেঁচে আছেন, তাদের খাবার, পানি, পেইন কিলার আর অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।

সবাই দোয়া করবেন যেন জীবিত সবাইকে বাঁচিয়ে উদ্ধার করতে পারি। খুব অসুস্থ বোধ করছি, আবার কাজে যেতে হবে। কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই, আজ হয়ত আর লিখতে পারবোনা। সারারাত কাজ করার প্রস্তুতি নিতে হবে। সবাই দোয়া করবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।