আমাদের কথা খুঁজে নিন

   

আসুন না একটু ভালর প্রাকটিস করি

andharrat@জিমেইলডটকম

আজ ১ম রমজান। শুরু হল মুসলমানদের সেরা মাস। দেশ, প্রজন্ম ও নিজের স্বার্থে আসুন না আজ থেকে কিছু ভাল কাজের প্রাকটিস শুরু করি। আমরা যে যে অবস্হানে আছি সেই অবস্হান থেকেই অনেক কিছুই করার ক্ষমতা রাখি। এই প্রাকটিসগুলো করতে কোন টাকা পয়সা খরচ হবেনা।

আমরা যারা বিভিন্ন অফিস আদালতে, ব্যবসা, পেশাজীবীতে আছি তারা মানুষকে অযথা হয়রানি না করি, মানুষগুলো যাতে ভাল ব্যবহার পায় সে ব্যাপারে তা খেয়াল রাখি এবং নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখি। প্রত্যেক জিনিসই কোন না কোন সময় রিপিট হয়, আজ আপনি যাকে ঠকালেন পরবর্তী কোন এক সময় আপনি অথবা আপনার পরিবারের কেউ আরো বড়ভাবে ঠকবে। ভাল-মন্দ সব ধরনের কর্মের ফলাফলই প্রকৃতি ফিরিয়ে দেয় কোন না কোনভাবে। তাই লোভকে ঘৃণাভরে ত্যাগ করে নিজ নিজ দায়িত্ব পালন করলে সব কিছুতেই আমরা শান্তি পাবো, স্বস্হি পাবো, নিজের মধ্যে এক অনাবিল প্রশান্তি বিরাজ করবে। মানুষের সাথে একটু হাসি মুখে কথা বললে আপনার সাথে অন্যের সম্পর্ক বৃদ্ধি পাবে, অন্যকে নিজের জ্ঞান থেকে একটু সৎ পরামর্শ দিলে সে কৃতজ্ঞ হয়ে যাবে, আনন্দিত হবে সেই আনন্দ আপনাকেও ছুঁয়ে যাবে।

অন্যে আমাকে প্রয়োজনে সাহায্য করবে তাই আমি এখন তাকে সাহায্য করছি--এই ধরনের মনোভাব ত্যাগ করতে হবে। নিঃস্বার্থ সাহায্যেই মন তৃপ্ত থাকে, তৃপ্ত মন শরীর সুস্হ্য রাখে। আসুন না আজ এই রমজান থেকেই আমরা প্রাকটিস করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।