আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে ডেস্টিনি ২০০০ এর টাইম শেষ টাকা আনলিমিটেড



অবশেষে এমএলএম এর নামে প্রতারণা ও বন্ধু বান্ধব + কিছু ফাজিল পোলাপান করত্রিক প্রতারনা বন্ধ হবার পথে। একটু আগে এই বেপারে ১টা পোষ্ট করেছিলাম। Click This Link এখানে আমার এক বন্ধু আর তার শ্বাশুরির কথা বলেছিলাম। আর এখন ৯৯% শিওর যে ডেস্টিনি প্রায় শেষ। সংসদীয় কমিটি এই ধরনের প্রতারণা মূলক প্রতিষ্ঠান বন্ধ করার কথা বলছে।

আসলে ডেস্টিনি আমার প্রথম থেকেই ভালো লাগে না। বিরক্তিকর। যেইসব পোলাপান রে ২টাকা দিয়া গুনি না,ডেস্টিনির কারণে সেই সব পোলাপান কোটি কোটি টাকার গপ্প মারে। খাতা কলম নিয়া, ২ হাত মিলানোর ছক কাটে। ১ হাত মিলাইলে হইব না।

২ হাত মিলাইতে হইব। ৬৪ জন এর মত হইলে মাসে ৪০ হাজার টাকার উপরে টাকা দিব। আহা কি মজা ... মেট্রিক পাস না কইরাই টাই পইরা ঘুরে, ভাব টা এমন, এই মাত্রঃ ১। আইনজিবী হইয়া বার এর সনদ পাইলাম। ২।

ডক্টরেট ডিগ্রি ধারী লোক। ৩। পিএইচডি শেষ করলাম (বাটপারির উপরে)। ৪। আমি এখন এমবিবিএস।

ওরা টাই এর এই চরম বেবহারে টাই যে ১টা সম্মানী পোষাক এর মরযাদা শেষ। কেউ টাই পড়লেই মনে হয়, ডেস্টিনি করে। ভারসিটির কোন বন্ধুর বেগ দেইখা মনে হয়, এই লোক তো ডেস্টিনি রে। মাইয়া পোলা প্রতারাণাও বেড়ে গেছিল অনেক(নিজের দেখা)। ডেস্টিনির এর ধাপ এর নাম পিএসডি।

আমি ভাবতাম পিএইচডি। মাত্র কিছুদিন আগে জানলাম জিনিসটা পিএসডি (ফটোসপ ডকোমেন্ট )। এও শব্দেরও নানা জাতীয় বেবহার, রঙ বেরঙ্গের টাকার খেলা। এই এক আলাদা দুনিয়া । এই দুনিয়া থিকা বাইর হইতাছে আইজ হাজার হাজার পাবলিক।

যারা যারা ফুন দিবেন ডেস্টিনি পাবলিক দের, দিয়া ফালান। _________________ Click This Link সংসদীয় কমিটির আবেদন কখনো বিফলে যায় না । সরকার পাল্টাইলেও এই সিদ্ধান্ত সাধারনত পালটায় না। (আজ শুনলাম অনেক মানুষের কাছে)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।